পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Anubrata Mondal: চন্দ্রনাথ অধিকারীর বয়ান রেকর্ড সিবিআই-এর, নোটিশ বোলপুর হাসপাতালের সুপারকে - চন্দ্রনাথ অধিকারী

অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) গ্রেফতার হওয়ার পরই চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর (Chandranath Adhikari) বয়ান রেকর্ড করল সিবিআই (CBI)৷ নোটিশ পাঠানো হয়েছে বোলপুর হাসপাতালের সুপার (Bolpur Hospital Super) বুদ্ধদেব মুর্মুকে ৷

Anubrata Mondal: CBI records statement of Chandranath Adhikari, gives notice to Bolpur hospital super
চন্দ্রনাথ অধিকারীর বয়ান রেকর্ড সিবিআই-এর, নোটিশ বোলপুর হাসপাতালের সুপারকে

By

Published : Aug 12, 2022, 1:53 PM IST

Updated : Aug 12, 2022, 3:57 PM IST

কলকাতা/বোলপুর, 12 অগস্ট:অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরই চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর (Chandranath Adhikari) বাড়িতে সিবিআই (CBI)। তাঁকে প্রায় 30 মিনিট ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৷ অনুব্রতকে প্রভাবশালী তকমা দিতে সিবিআই চিকিৎসককে সাক্ষী করতে পারে বলে সূত্রের তরফে জানা গিয়েছে ৷ বোলপুর মহকুমা হাসপাতালের সুপার (Bolpur Hospital Super) বুদ্ধদেব মুর্মুকেও নোটিশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।

সিবিআই যে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর বয়ান রেকর্ড করবে, তা গতকালই জানিয়েছিল ইটিভি ভারত ৷ সিবিআই সূত্রে খবর, এ দিন চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর বাড়িতে গিয়ে প্রায় তিন ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই-এর গোয়েন্দারা । তাঁর বয়ান রেকর্ড করা হয় । কে তাঁকে অনুব্রত মণ্ডলের বাড়িতে জোর করে পাঠিয়েছিলেন এবং সাদা কাগজে প্রেসক্রিপশন করতে কোন চিকিৎসক তাঁকে বাধ্য করেছিলেন, সেই সব খুঁটিনাটি তথ্য সমস্ত কিছু সিবিআই-এর কাছে জানান চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী । তাঁর সঙ্গে কথা বলার পর তাঁর বয়ান রেকর্ড করা হয় ৷ বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মুকে এ বার জিজ্ঞাসাবাদ করতে চান সিবিআই-এর গোয়েন্দারা ।

গরু পাচার মামলায় তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে ৷ গ্রেফতারের দুদিন আগে বোলপুর মহকুমা হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মুর নির্দেশে চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী অনুব্রতর চিকিৎসা করতে তাঁর বাড়িতে গিয়েছিলেন । সরকারি হাসপাতালের চিকিৎসকের বাড়িতে গিয়ে চিকিৎসা করা নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ এমনকী চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী পরে জানান, অনুব্রতর নির্দেশেই বেড রেস্ট লিখে দিতে হয়েছিল তাঁকে ৷ সুপারের সঙ্গে তাঁর ফোন কল রেকর্ডও প্রকাশ্যে আসে ৷

আরও পড়ুন:অনুব্রতর অনুপস্থিতিতে সংগঠনের দায়িত্বে কে ? শীঘ্রই বীরভূমের নেতাদের নিয়ে বৈঠকে অভিষেক

তারপরেই সিবিআই চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর বয়ান রেকর্ড করবে বলে ঠিক করে ৷ সেই জন্য শুক্রবার সকালে তাঁর বোলপুরের ইন্দিরা পল্লির ফ্ল্যাটে যায় সিবিআই । সিবিআইয়ের 3 সদস্যের প্রতিনিধি দল ফ্ল্যাটে প্রায় 30 মিনিট ছিল । জানা গিয়েছে, ঠিক কী ঘটেছিল অনুব্রতর বাড়িতে, তা জানতে চান তদন্তকারী অফিসারেরা ৷ কল রেকর্ডের সত্যতা যাচাই করতে পাঠানো হয় ৷ পাশাপাশি, বোলপুর মহকুমা হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মুকেও নোটিশ দিয়েছে সিবিআই ।

Last Updated : Aug 12, 2022, 3:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details