কলকাতা/বোলপুর, 12 অগস্ট:অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরই চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর (Chandranath Adhikari) বাড়িতে সিবিআই (CBI)। তাঁকে প্রায় 30 মিনিট ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৷ অনুব্রতকে প্রভাবশালী তকমা দিতে সিবিআই চিকিৎসককে সাক্ষী করতে পারে বলে সূত্রের তরফে জানা গিয়েছে ৷ বোলপুর মহকুমা হাসপাতালের সুপার (Bolpur Hospital Super) বুদ্ধদেব মুর্মুকেও নোটিশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।
সিবিআই যে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর বয়ান রেকর্ড করবে, তা গতকালই জানিয়েছিল ইটিভি ভারত ৷ সিবিআই সূত্রে খবর, এ দিন চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর বাড়িতে গিয়ে প্রায় তিন ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই-এর গোয়েন্দারা । তাঁর বয়ান রেকর্ড করা হয় । কে তাঁকে অনুব্রত মণ্ডলের বাড়িতে জোর করে পাঠিয়েছিলেন এবং সাদা কাগজে প্রেসক্রিপশন করতে কোন চিকিৎসক তাঁকে বাধ্য করেছিলেন, সেই সব খুঁটিনাটি তথ্য সমস্ত কিছু সিবিআই-এর কাছে জানান চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী । তাঁর সঙ্গে কথা বলার পর তাঁর বয়ান রেকর্ড করা হয় ৷ বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মুকে এ বার জিজ্ঞাসাবাদ করতে চান সিবিআই-এর গোয়েন্দারা ।