পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Anubrata Mondal Skips CBI Summons : বাড়িতে অক্সিজেন সাপোর্টে অনুব্রত, আজও এড়াবেন সিবিআই হাজিরা ? - Post Poll Violence

আজ সিজিও কমপ্লেক্সে ভোট পরবর্তী হিংসা মামলায় হাজিরা দিতে অনুব্রত মণ্ডলকে নোটিস পাঠিয়েছে সিবিআই ৷ সেই নোটিসও আজ অনুব্রত এড়িয়ে যাবেন বলেই মনে করা হচ্ছে (Anubrata Mondal Skips CBI Summons) ৷ কারণ, গতকাল নিজাম প্যালেসে তাঁর আইনজীবী জানিয়েছিলেন, ওই মামলায় হাইকোর্টের রায় তাঁদের পক্ষে ৷ তবে, হাজিরা দেবেন কি না, তা স্পষ্ট করেননি ৷ তবে, সিবিআই এর কাছে চার সপ্তাহের বেশি সময় চেয়েছেন অনুব্রত (Anubrata Mondal Asked for Time to Appear Before CBI) ৷

Anubrata Mondal Asked for Time to Appear Before CBI
ভোট পরবর্তী হিংসা মামলায় আজও সিবিআই হাজিরা এড়াতে পারেন অনুব্রত

By

Published : Apr 24, 2022, 9:36 AM IST

কলকাতা, 24 এপ্রিল : অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে গতকাল জানিয়েছিলেন তাঁর আইনজীবী সঞ্জীব দাঁ ৷ আর সেই কারণ দেখিয়ে শনিবার নিজাম প্যালেসে গরুপাচার কাণ্ডে সিবিআই-এর তলব এড়িয়েছেন অনুব্রত ৷ এ দিকে, ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) মামলায় আজ সিজিও কমপ্লেক্সে অনুব্রতকে ডাকা হয়েছে ৷ এ নিয়ে আদালতের রায় অনুব্রতর পক্ষে রয়েছে বলে জানান তাঁর আইনজীবী ৷ ফলে আজকের হাজিরাও অনুব্রত মণ্ডল এড়িয়ে যাবেন বলেই ধরে নেওয়া হচ্ছে (Anubrata Mondal Skips CBI Summons) ৷

অনুব্রতর আইনজীবী জানিয়েছেন, হাসপাতাল থেকে ছাড়া পেলেও, রাজারহাটের বাড়িতে অক্সিজেন সাপোর্টে রয়েছেন বীরভূমের তৃণমূলের সভাপতি ৷ আর এই অবস্থায় সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চাইলেও, অনুব্রত সহযোগিতা করতে পারবেন না ৷ তাই এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের দেওয়া সার্টিফিকেট নিয়ে শনিবার নিজাম প্যালেসে যান তাঁর আইনজীবী ৷ সেখানে 4 সপ্তাহের বেশি সময় চাওয়া হয়েছে (Anubrata Mondal Asked for Time to Appear Before CBI) ৷ অনুব্রতর আইনজীবীর কথায়, সিবিআই তা মঞ্জুর করেছে ৷ পরে কবে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে, তা নোটিস দিয়ে জানানো হবে ৷

শনিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে রাজারহাটের বাড়িতে যান অনুব্রত মণ্ডল ৷ আর তার পরেই অনুব্রতকে গরুপাচার কাণ্ডে বিকেল সাড়ে পাঁচটায় হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠায় সিবিআই ৷ কিন্তু, সেই হাজিরার নোটিস তিনি এ বারেও এড়িয়ে গেলেন ৷ বদলে অনুব্রত’র আইনজীবী নিজাম প্যালেসে যান ৷

হাজিরা দিতে সিবিআই’র কাছে 4 সপ্তাহের বেশি সময় চাইলেন অনুব্রত

আরও পড়ুন : Anubrata Red Beacon Controversy : অনুব্রতর গাড়ি থেকে খোলা হল লালবাতি

অন্যদিকে, ভোট পরবর্তী হিংসার ঘটনায় রবিবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে ৷ যা নিয়ে অনুব্রতর আইনজীবী বলেন, হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক ৷ বাড়িতে অক্সিজেন সাপোর্টে রয়েছেন তৃণমূলের এই দাপুটে নেতা ৷ ফলে তাঁর পক্ষে সিজিও কমপ্লেক্সে গিয়ে হাজিরা দেওয়া সম্ভব নয় ৷ দ্বিতীয় এই হাজিরার নোটিস নিয়ে রবিবার অনুব্রত’র আইনজীবী সিজিও কমপ্লেক্সে সিবিআই-এর দফতরে যেতে পারেন বলে জানা গিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details