কলকাতা, 11 অগস্ট: কে তাঁকে বীরভূমে অনুব্রত মণ্ডলের বাড়িতে জোর করে তাঁর চিকিৎসার জন্য পাঠিয়েছিলেন ? তিনি অনুব্রতকে সঠিক কী অবস্থায় দেখেছিলেন ? এই সব তথ্য জানার জন্য এ বার বোলপুরের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর সঙ্গে কথা বলে এ দিন তাঁর বয়ান রেকর্ড করতে পারে সিবিআই । নিজাম প্যালেস সূত্রে এমনটাই জানা গিয়েছে ।
গত সোমবার কলকাতায় সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)। তবে নিজাম প্যালেসে না গিয়ে সরাসরি তিনি চলে যান এসএসকেএম হাসপাতালে । সেখানে তাঁর স্বাস্থ্যপরীক্ষা করেন এসএসকেএম হাসপাতালে অনুব্রত মণ্ডলের জন্য গঠিত মেডিক্যাল টিমের সদস্যরা । কিন্তু তাঁকে পরীক্ষা করার পরেও তাঁর শরীরে সেই রকম ভাবে সাংঘাতিক কিছু খুঁজে পাননি চিকিৎসকরা ৷ তাঁকে ভর্তি না করেই এসএসকেএম থেকে ছেড়ে দেওয়া হয়েছিল । এরপরে সরাসরি বোলপুরে গিয়ে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সুপারের তরফ থেকে চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীকে অনুব্রত মণ্ডলের বাড়িতে পাঠানো হয় ।