বিধাননগর, 9 সেপ্টেম্বর: মঙ্গলকোট বিস্ফোরণ মামলায় বেকসুর ঘোষণা করা হল অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal Acquitted in Mangalkot Blast Case) ৷ আজ বিধাননগরের এমপি-এমএলএ আদালতে এই মামলায় রায়দান ছিল ৷ সেখানেই 2010 সালের ভোট পরবর্তী হিংসার ঘটনায় অনুব্রত সহ মোট 14 জনকে তথ্যপ্রমাণের অভাবে নির্দোষ ঘোষণা করেছে আদালত ৷ যা নিয়ে অনুব্রত মণ্ডল এ দিন বলেন, ‘‘সত্যের জয় হল ৷ 2010 সালে মিথ্যে মামলা দায়ের করা হয়েছিল ৷’’
প্রসঙ্গত, গরুপাচার মামলায় জেলে থাকা অনুব্রত মণ্ডলকে এ দিন আসানসোল জেল থেকে সড়কপথে বিধানগর এমপি-এমএলএ আদালতে নিয়ে আসা হয় ৷ যেখানে 2010 সালে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে একটি বিস্ফোরণ মামলায় আজ রায়দান করেন বিচারক ৷ যে রায়ে তথ্যপ্রমাণের অভাবে অনুব্রতকে বেকসুর খালাস করা হয়েছে ৷ এই মামলায় মোট 15 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল ৷ শুনানি চলাকালীন 1 অভিযুক্তের মৃত্যু হয় ৷ অনুব্রত সহ 14 জনের বিরুদ্ধে মামলা চলছিল ৷ এ দিন সেই মামলায় সকলেই মুক্তি দিয়েছে আদালত ৷