কলকাতা, 27 মে: একবার হাজিরা দিয়েই পরপর হাজিরা এড়িয়ে যাচ্ছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal skips CBI summon)। আর তাঁর এই হাজিরা এড়িয়ে যাওয়া মোটেও ভালো চোখে দেখছে না সিবিআই । ফলে গরু পাচার কাণ্ডে (Cattle Smuggling Case) জিজ্ঞাসাবাদের জন্য ফের তাঁকে সময়সীমা না দিয়ে তলব করার প্রস্তুতি নিচ্ছে সিবিআই ।
অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal news) আইনজীবীদের দাবি, চিকিৎসকরা তাঁকে 15 দিনের জন্য বিশ্রামের নির্দেশ দিয়েছেন । ফলে তিনি আজ নিজাম প্যালেসে গরু পাচার কাণ্ডে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারছেন না । আজ সকালে অনুব্রত মণ্ডলের আইনজীবী সঞ্জীব দাঁ নিজাম প্যালেসের দুর্নীতি দমন শাখার গোয়েন্দাদের সঙ্গে দেখা করেন ।
সিবিআই সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থার অবনতি হয়েছে । ফলে তিনি নিজাম প্যালেসে এসে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে পারবেন না । সিবিআইয়ের কাছে এমনটাই চিঠি দিয়ে জানিয়েছেন অনুব্রত মণ্ডলের আইনজীবী । সিবিআই সূত্রে খবর, প্রয়োজন হলে সিবিআই তাঁর বাড়িতে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে । চিঠিতে সিবিআইয়ের কাছে এই অনুরোধ করেছেন অনুব্রত মণ্ডল ।