কলকাতা, 6 এপ্রিল : স্বাস্থ্য পরীক্ষার পর এসএসকেএমে ভর্তি হয়েছেন অনুব্রত মণ্ডল ৷ এসএসকেএমে চিকিৎসকদের সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তার পর তাঁর আইনজীবীরা নথিপত্র নিয়ে সিবিআই দফতরে পৌঁছন । তারপরেই তৃণমূলের বীরভূম জেলা সভাপতির আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা এবং সঞ্জীব দাঁ বলেন, ‘‘আমরা সিবিআই-কে অনুব্রত মণ্ডলের যে শারীরিক অবস্থা ভাল নেই তা জানিয়ে এসেছি ৷ একইসঙ্গে এটাও জানিয়েছি যে অনুব্রত মণ্ডল গরুপাচার-কাণ্ডের সঙ্গে যুক্ত নন (Anubrata Mandal Lawyer says he will cooperate CBI) ।’’
তাঁরা বলেন, ‘‘অনুব্রত মণ্ডল সিবিআই-কে সবসময় সহযোগিতা করেছেন । আজও তিনি নিজাম প্যালেসের উদ্দেশ্যে রওনা দেন ৷ কিন্তু রাস্তাতেই আচমকা শরীর খারাপ হওয়ায় এসএসকেএমের উডর্বান ব্লকে ভর্তি হন । তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক হলেও অনুব্রত মণ্ডল জানিয়েছেন, তাঁকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হলে সিবিআই আধিকারিকরা হাসপাতালে আসতে পারেন ৷ সেক্ষেত্রেও তিনি জিজ্ঞাসাবাদে পূর্ণ সহযোগিতা করতে রাজি ৷’’
এদিন নিজাম প্যালেসে তৃণমূলের বীরভূম জেলা সভাপতির হাজির হওয়ার বিষয়টি একপ্রকার নিশ্চিত ছিল ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হওয়ার আগেই বীরভূম থেকে চিনার পার্কের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন ৷ কিন্তু শেষ মুহূর্তে গল্পে টুইস্ট ৷ অনুব্রতর আইনজীবীরা বলছেন নিজাম প্যালেসে যাওয়ার পথে হঠাৎই অসুস্থতা বোধ করেন অনুব্রত মণ্ডল। এরপর নিজাম প্যালেস নয়, কেষ্ট পৌঁছন এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ৷