পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Anubrata Mandal hospitalised: রাত থেকে বুকে ব্যথা, আবারও হাসপাতালে অনুব্রত - Anubrata Mandal having chest pain

রাত থেকে বুকে ব্যথা অনুভব করায় চিকিৎসকদের পরামর্শে আবারও হাসপাতালে ভর্তি করা হল তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal hospitalised)৷

Anubrata Mandal hospitalised again due to chest pain
রাত থেকে বুকে ব্যথা, আবারও হাসপাতালে অনুব্রত

By

Published : May 12, 2022, 10:57 AM IST

কলকাতা, 12 মে:আবারও হাসপাতালে অনুব্রত মণ্ডল (Anubrata Mandal in Hospital)। বীরভূমের জেলা সভাপতিকে ভর্তি করা হয়েছে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে । বুধবার রাত থেকে আচমকাই বুকে ব্যথা অনুভব করেন এই তৃণমূল নেতা । তাই বৃহস্পতিবার সকালে তাঁকে তাঁর চিনার পার্কের বাসভবন থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । হাসপাতালে ঢোকার সময় প্রথমে পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করেন অনুব্রত । কিন্তু তাতে অসুবিধা হওয়ায় হুইল চেয়ারে বসেই তিনি হাসপাতালে প্রবেশ করেন (Anubrata Mandal hospitalised)।

জানা গিয়েছে, রাত থেকেই অসুস্থতা বোধ করছিলেন অনুব্রত মণ্ডল । তা নিয়ে ডাক্তারদের সঙ্গে তাঁর রাতে কথা হয় । আজ সকালে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে বলেন চিকিৎসকরা । সেইমতো তিনি এ দিন সকাল সাড়ে নটা নাগাদ হাসপাতালে পৌঁছন । হাসপাতালে পৌঁছনোর পর কেন তাঁর বুকে ব্যথা হচ্ছে তার কারণ অনুসন্ধান করার চেষ্টা করছেন ডাক্তাররা । তাঁর একাধিক পরীক্ষা-নিরীক্ষা করা হতে পারে । যেহেতু অনুব্রত মণ্ডলের সুগার ও প্রেশার-সহ একাধিক কোমর্বিডিটি রয়েছে, তাই সবদিক বিবেচনা করেই তাঁর চিকিৎসা করা হচ্ছে (Anubrata Mandal having chest pain)।

আরও পড়ুন:Anubrata Mandal Absent in Meeting : তৃণমূলের রাজ্য কমিটির বৈঠকে অনুপস্থিত অনুব্রত

প্রসঙ্গত, গত 22 এপ্রিল এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন অনুব্রত মণ্ডল । তারপর থেকে ডাক্তারদের পরামর্শে বেডরেস্টে ছিলেন তিনি । এরপর 23 এপ্রিল সিবিআই তাঁকে চিঠি পাঠিয়েছিল ৷ সে সময় অনুব্রত জানান হাসপাতাল থেকে ছাড়ার সময় চিকিৎসকরা তাঁকে একমাস বেডরেস্ট নিতে বলেছেন । সে কারণে সিবিআই দফতরে তিনি হাজিরা দিতে পারছেন না । এরপর থেকে তিনি চিনার পার্কের বাড়িতেই ছিলেন । তবে বুধবার রাত থেকে অসুস্থ বোধ করার কারণে তাঁকে আবারও হাসপাতালে ভর্তি করা হল ।

ABOUT THE AUTHOR

...view details