পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Anubrata Mandal : সুস্থই আছেন অনুব্রত, পৌনে তিন ঘণ্টা পর ছাড়া পেলেন এসএসকেএম থেকে

আজ সকালে নিজাম প্যালেসে সিবিআইয়ের কাছে হাজিরা দেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal Appears before CBI) ৷ তার পর তিনি যান এসএসকেএম-এ ৷ পৌনে তিন ঘণ্টা ধরে তাঁকে মেডিক্যাল বোর্ড পরীক্ষা করে ৷ পরে তাঁকে ছেড়ে দেওয়া হয় ৷

anubrata-mandal-discharged-from-sskm-after-medical-examination
Anubarata Mandal : সুস্থই আছেন অনুব্রত, পৌনে তিন ঘণ্টা পর ছাড়া পেলেন এসএসকেএম থেকে

By

Published : May 19, 2022, 5:54 PM IST

Updated : May 19, 2022, 6:55 PM IST

কলকাতা, 19 মে : প্রায় পৌনে তিন ঘণ্টা পরীক্ষার পর এসএসকেএম থেকে ছেড়ে দেওয়া হল অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal Discharged From SSKM after Medical Examination) ৷ প্রফেসর সরোজ মণ্ডলের নেতৃত্বে গড়া মেডিক্যাল বোর্ড তাঁর শারীরিক পরীক্ষা করে ৷ তার পর তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় হাসপাতালের তরফে ৷ বিকেল পাঁচটা নাগাদ হাসপাতাল থেকে বেরিয়ে চিনার পার্কের ফ্ল্যাটের উদ্দেশে রওনা দিলেন বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি ৷

প্রসঙ্গত, এদিন সিবিআই দফতরে হাজিরা দেওয়ার পর সেখান থেকে সরাসরি এসএসকেএম-এ পৌঁছন অনুব্রত মণ্ডল (TMC Leader Anubrata Mandal) । এবং এসএসকেএম-এ পৌঁছানোর পর প্রথমে জরুরি বিভাগ এবং পরে উডবার্ন ওয়ার্ডে পরীক্ষা-নিরীক্ষা চলে তাঁর । গত 6 এপ্রিল যে মেডিক্যাল বোর্ডের সদস্যদের নেতৃত্বে ভর্তি করে তাঁর চিকিৎসা করা হয়েছিল, তাঁরা একে একে সকলেই এদিন অনুব্রতকে পরীক্ষা করেছেন । বৃহস্পতিবার দীর্ঘ সময় ধরে পরীক্ষা-নিরীক্ষার পর মেডিক্যাল বোর্ড এই সিদ্ধান্তে উপনীত হয় যে আপাতত তাঁকে ভর্তি নেওয়ার প্রয়োজন নেই । তার পরই তাঁকে ছেড়ে দেওয়া হয় ৷

প্রসঙ্গত, গত 6 এপ্রিল সিবিআই-এর দফতরে হাজিরা দিতে বেরিয়ে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন অনুব্রত মণ্ডল । সে সময় তড়িঘড়ি তাঁকে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয় ৷ সেখানে তিনি বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন । বাড়িতে ফেরার পর তাঁকে একমাস বিশ্রাম নিতে বলা হয় চিকিৎসকদের তরফে ৷ 21 মে ফের হাসপাতালে আসতে বলা হয়েছিল ৷ তিনি সেই দিনের আগেই চলে আসেন ৷ 14 দিন পর তাঁকে আবার হাসপাতালে আসতে বলা হয়েছে ৷

আরও পড়ুন :Anubrata at SSKM : নিজাম প্যালেস থেকে বেরিয়ে সরাসরি এসএসকেএম-এ অনুব্রত

Last Updated : May 19, 2022, 6:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details