কলকাতা, 19 মে : প্রায় পৌনে তিন ঘণ্টা পরীক্ষার পর এসএসকেএম থেকে ছেড়ে দেওয়া হল অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal Discharged From SSKM after Medical Examination) ৷ প্রফেসর সরোজ মণ্ডলের নেতৃত্বে গড়া মেডিক্যাল বোর্ড তাঁর শারীরিক পরীক্ষা করে ৷ তার পর তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় হাসপাতালের তরফে ৷ বিকেল পাঁচটা নাগাদ হাসপাতাল থেকে বেরিয়ে চিনার পার্কের ফ্ল্যাটের উদ্দেশে রওনা দিলেন বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি ৷
প্রসঙ্গত, এদিন সিবিআই দফতরে হাজিরা দেওয়ার পর সেখান থেকে সরাসরি এসএসকেএম-এ পৌঁছন অনুব্রত মণ্ডল (TMC Leader Anubrata Mandal) । এবং এসএসকেএম-এ পৌঁছানোর পর প্রথমে জরুরি বিভাগ এবং পরে উডবার্ন ওয়ার্ডে পরীক্ষা-নিরীক্ষা চলে তাঁর । গত 6 এপ্রিল যে মেডিক্যাল বোর্ডের সদস্যদের নেতৃত্বে ভর্তি করে তাঁর চিকিৎসা করা হয়েছিল, তাঁরা একে একে সকলেই এদিন অনুব্রতকে পরীক্ষা করেছেন । বৃহস্পতিবার দীর্ঘ সময় ধরে পরীক্ষা-নিরীক্ষার পর মেডিক্যাল বোর্ড এই সিদ্ধান্তে উপনীত হয় যে আপাতত তাঁকে ভর্তি নেওয়ার প্রয়োজন নেই । তার পরই তাঁকে ছেড়ে দেওয়া হয় ৷