পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Anubrata appears before CBI: সময়ের আগেই সিবিআই দফতরে হাজির অনুব্রত - Anubrata Mandal appears before CBI in nizam palace kolkata

9 বার হাজিরা এড়িয়ে অবশেষে নিজেই সিবিআই দফতরে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল (Anubrata appears before CBI)৷

Anubrata Mandal appears before CBI in nizam palace kolkata
9 বার হাজিরা এড়িয়ে অবশেষে নিজেই সিবিআই দফতরে হাজির অনুব্রত

By

Published : May 19, 2022, 10:00 AM IST

Updated : May 19, 2022, 10:09 AM IST

কলকাতা, 19 মে: অবশেষে সিবিআই-এর দফতরে সশরীরে হাজির অনুব্রত মণ্ডল (Anubrata appears before CBI)৷ 9 বার সমন এড়িয়ে আজ সকাল পৌনে দশটা নাগাদ তিনি উপস্থিত হলেন নিজাম প্যালেসে ৷

নিজেই সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার ইচ্ছেপ্রকাশ করেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি ৷ বুধবার তাঁর আইনজীবী মারফত সিবিআইকে চিঠি দিয়ে তিনি জানিয়েছিলেন, আজ সকাল দশটার মধ্যে তিনি হাজিরা দেবেন নিজাম প্যালেসে (Anubrata Mandal appears before CBI in nizam palace kolkata)।

এর আগে, 21 মে পর্যন্ত সিবিআই-এর কাছ থেকে সময় চেয়েছিলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal appears before CBI in nizam palace kolkata)৷ তার আগেই নিজাম প্যালেসে এসে সিবিআই-এর মুখোমুখি বসার ইচ্ছে প্রকাশ করেন তিনি । গরুপাচার কাণ্ডে ইতিমধ্যে সিবিআই-এর পক্ষ থেকে 9 বার সমন পাঠানো হয়েছে অনুব্রতকে । তবে নানা অছিলায় তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন । শেষবার 6 এপ্রিল কলকাতায় নিজের ফ্ল্যাট থেকে সিবিআই-এর দফতর নিজাম প্যালেসের উদ্দেশে রওনা দিয়েও গাড়ি ঘুরিয়ে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ব্লকে গিয়ে ভর্তি হন অসুস্থ তৃণমূল নেতা ।

নিজাম প্যালেসে অনুব্রত

আরও পড়ুন:Cattle smuggling case : আজ নিজাম প্যালেসে অনুব্রত মণ্ডল, গরুপাচার কাণ্ডে সিবিআইয়ের মুখোমুখি

পরে সেখান থেকে ছাড়া পেয়ে কলকাতায় চিনার পার্কে নিজের ফ্ল্যাটেই ছিলেন অনুব্রত মণ্ডল । কিছুদিন পরই আবারও বুকে ব্যাথা নিয়ে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি । সিবিআই সেই হাসপাতাল থেকে অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা ঠিক কেমন, তা জানতে চায় । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, হাসপাতাল থেকে ফিট সার্টিফিকেট পেয়ে তাঁকে ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করার আয়োজন করছিল সিবিআই । তার আগে নিজে থেকেই নিজাম প্যালেসে আসার কথা জানান তৃণমূল নেতা ৷

গরু পাচার কাণ্ডে এর আগে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই ৷ একাধিক জায়গা থেকে বিভিন্ন নথিপত্রও বাজেয়াপ্ত করা হয়েছে ৷ সূত্রের খবর, সেই সব নথি এবং যে সব ব্যক্তিকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাঁদের থেকে অনুব্রত মণ্ডলের নাম পেয়েছেন তদন্তকারীরা । ফলে বীরভূমের এই দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন বলে মনে করছেন সিবিআই আধিকারিকরা । এ জন্যই তাঁকে একাধিকবার সমন পাঠানো হয়েছিল নিজাম প্যালেসের তরফ থেকে ।

Last Updated : May 19, 2022, 10:09 AM IST

ABOUT THE AUTHOR

...view details