কলকাতা, 6 এপ্রিল : স্বাস্থ্য পরীক্ষার পর এসএসকেএমে ভর্তি হলেন অনুব্রত মণ্ডল ৷ গরুপাচার-কাণ্ডে এর আগে চারবার সিবিআই'য়ের হাজিরা এড়ালেও এদিন নিজাম প্যালেসে তৃণমূলের বীরভূম জেলা সভাপতির হাজির হওয়ার বিষয়টি একপ্রকার নিশ্চিত ছিল ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হওয়ার আগেই বীরভূম থেকে চিনার পার্কের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন ৷ কিন্তু শেষ মুহূর্তে গল্পে টুইস্ট ৷ অনুব্রতর আইনজীবীরা বলছেন নিজাম প্যালেসে যাওয়ার পথে হঠাৎই অসুস্থতা বোধ করেন অনুব্রত মণ্ডল। এরপর নিজাম প্যালেস নয়, কেষ্ট পৌঁছন এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ৷
হাসপাতালে পৌঁছনোর সময় ছিলেন অনুব্রতর বুকে সামান্য ব্যথা ছিল, শ্বাসকষ্টও হচ্ছিল ৷ এরপর টানা তিন ঘণ্টা ধরে পরীক্ষা-নিরীক্ষার পর অবশেষে দুপুর 2টো নাগাদ হাসপাতাল তরফ থেকে জানিয়ে দেওয়া হয় ভর্তি নেওয়া হয়েছে অনুব্রতকে (Anubrata Mandal admits to SSKM hospital) ৷ 5 জন চিকিৎসকের একটি দল তাঁকে দফায়-দফায় পরীক্ষা করেন ৷ ভর্তি নেওয়ার কারণ হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অনুব্রত মণ্ডলের ইসিজিতে সমস্যা দেখা গিয়েছে ৷ পাশাপাশি তাঁর একটি পুরনো ক্ষততে সংক্রমণ ছড়িয়েছে ৷ শ্বাসকষ্টজনিত অসুবিধার কারণে বীরভূমের দোর্দন্ডপ্রতাপ নেতাকে অক্সিজেনও দেওয়া হচ্ছে ৷ কোমর্বিডিটির কারণে অনুব্রতর সুগার এবং প্রেসারও নিয়ন্ত্রণের বাইরে বলে জানিয়েছেন চিকিৎসকেরা ৷