কলকাতা, 18 অগস্ট: অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডল (Sukanya Mondal) এলেন কলকাতা হাইকোর্টে । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে হাজিরা দিতেই হাইকোর্টে এসেছেন তিনি । হাইকোর্টে ঢোকার সময় সুকন্যাকে দেখে আরতি মিত্র নামে এক মহিলা গরু চোরের মেয়ে বলে স্লোগান দিতে থাকেন । অভিযোগ, অনুব্রত মণ্ডলের মেয়ে-সহ পরিবারের বেশ কয়েকজন সদস্য টেট পাশ না করেই প্রাথমিক স্কুলে চাকরি করছেন । এমনকি অনুব্রত-কন্যা স্কুলে না গিয়েই বেতন পেতেন এবং অ্যাটেনডেন্স রেজিস্ট্রারও তাঁর বাড়িতে আসত বলে অভিযোগ ।
বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) আজ অনুব্রত কন্যাকে হাইকোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ দেন । টেট দুর্নীতি মামলায় (TET Scam) অনুব্রত কন্যা-সহ 6 জনকে আজ আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । সেই নির্দেশ মেনেই আজ সকালে বোলপুরের বাড়ি থেকে কলকাতার পথে রওনা দেন সুকন্যা ৷