কলকাতা, 4 অক্টোবর : শিবিরে যোগ দিয়েই কাজে নেমে পড়লেন আন্তেনিও লোপেজ় হাবাস । আজ সকাল সাড়ে আটটা নাগাদ ATK-মোহনবাগানের স্প্যানিশ কোচ গোয়ায় পা রাখেন । সঙ্গে তিরি, জাভি হার্নান্দেজ়, এডু গার্সিয়া তিন স্প্যানিশ ফুটবলার । দীর্ঘ বিমান যাত্রার ধকল সামলে বিশ্রাম নেওয়ার বদলে হাবাস ভারতীয় ফুটবলারদের অনুশীলনে যোগ দেন । ATK-মোহনবাগানের ফুটবলাররা ইতিমধ্যে অনুশীলন শুরু করেছেন । ফিজ়িকাল ফিটনেসের উপর জোর দেওয়া হয়েছে ।
গোয়ায় সবুজ মেরুন শিবিরে যোগ হাবাসের
ATK-মোহনবাগানের ফুটবলারদের অনলাইনে ফিজ়িকাল ফিটনেস করাচ্ছিলেন অ্যালভারো রোস বার্নেল । গোয়ায় আজ সকালে তিনি পা দিয়েছেন । ফলে সকালের পর্বে তিনি সশরীরে উপস্থিত থেকে দলের ভারতীয় ফুটবলারদের ট্রেনিং করান । ATK-মোহনবাগানের স্প্যানিশ কোচ আন্তেনিও লোপেজ় হাবাসও উপস্থিত ছিলেন ।
বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকছেন সন্দেশ ঝিঙ্গান, অরিন্দম ভট্টাচার্য, প্রবীর দাস, প্রীতম কোটাল, ধীরাজ সিংরা । সেখানে থাকলেও তাঁদের অনলাইনে ফিজ়িক্যাল ফিটনেস করাচ্ছিলেন অ্যালভারো রোস বার্নেল । গোয়ায় আজ সকালে তিনিও পা দিয়েছেন । ফলে সকালের পর্বে তিনি সশরীরে উপস্থিত থেকে দলের ভারতীয় ফুটবলারদের ট্রেনিং করান । হাবাস নিজেও উপস্থিত ছিলেন । সদ্য আগত দলের তিন স্প্যানিশ ফুটবলারকে সকালের পর্বে ছুটি দিলেও বিকেলের অনুশীলনে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন ।
ইতিমধ্যে দলের রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস-সহ বাকি বিদেশিদের আগামী সাতদিনের মধ্যে যোগ দেওয়ার ব্যাপারে উদ্যোগ নিয়েছে ATK-মোহনবাগান ম্যানেজমেন্ট । সম্ভবত বুধবার থেকে বল নিয়ে মাঠে নামবে গতবছরের ISL চ্যাম্পিয়নরা । দলের হেডস্যার যোগ দিতেই সবুজ মেরুন শিবিরের ছবিটা বদলে গিয়েছে । যা ছিল অনলাইনে নজরদারি তা এখন সামনে দাঁড়িয়ে দেখভাল করছেন হাবাস । ইতিমধ্যে কলকাতায় জিমনাশিয়ামের সেট আপ করেছিলেন তা গোয়ায় উড়িয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন । আসলে সময় এবং স্থান বদলে দলের ফোকাস বদলের কোনও চেষ্টা যে বরদাস্ত করবেন না, তা বুঝিয়ে দিয়েছেন স্প্যানিশ কোচ ।