পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

যুবতিকে অপহরণের চেষ্টা, বাধা পেয়ে শ্বশুরকে গাড়ি চাপা দিয়ে মারল দুষ্কৃতীরা - শ্বশুরকে গাড়ি চাপা দিয়ে মারল দুষ্কৃতীরা

আচমকা একটি অ্যাম্বুলেন্স পথ আটকে দাঁড়ায় । দুষ্কৃতীরা গৃহবধূর হাত ধরে টানাটানি করে, তাঁকে অ্যাম্বুলেন্সে তুলে নেওয়ার চেষ্টা করে । তখনই প্রৌঢ় শ্বশুর বাধা দেওয়ার চেষ্টা করেন ।

kills-father-in-law-at-tangra
ট‍্যাংরা

By

Published : Feb 5, 2020, 2:30 PM IST

Updated : Feb 5, 2020, 4:51 PM IST

কলকাতা, 5 ফেব্রুয়ারি : হিন্দি ছবিকে হার মানাল খাস কলকাতায় দুষ্কৃতীদের দাপট ৷ হাড় হিম করা ঘটনা ঘটে গেল ট্যাংরায় ৷ পুত্রবধূকে দুষ্কৃতীদের হাত থেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল প্রৌঢ়ের ৷ প্রৌঢ়ের গায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে পালাল দুষ্কৃতীরা ৷

মঙ্গলবার গভীর রাতের ঘটনা ৷ শ্বশুর, শাশুড়ি, ননদের সঙ্গে বিয়েবাড়ি থেকে ফিরছিলেন বছর ২৮-এর গৃহবধূ । স্বভাবতই রাস্তা ফাঁকা ছিল ৷ সেই নির্জন রাস্তায় আচমকা একটি অ্যাম্বুলেন্স দাঁড়ায় ৷ পথ আটকায় পরিবারের সদস্যদের ৷ গাড়ি থেকে নেমে ওই যুবতি গৃহবধূকে জোর করে নিজেদের গাড়িতে তোলার চেষ্টা করে দুষ্কৃতীরা ৷ ঘটনার আকস্মিকতায় কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে পড়লেও, তৎক্ষণাৎ বাধা দেন শ্বশুর গোপাল প্রামাণিক । তুলনায় কমবয়সি একাধিক দুষ্কৃতীর সঙ্গে অবশ্য এঁটে উঠতে পারেননি। গৃহবধূ ও গোপালবাবুর সঙ্গে বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি চলে ৷ বেগতিক বুঝে গৃহবধূকে ছেড়ে গোপালবাবুকে ধাক্কা দেয় এক দুষ্কৃতী ৷ তিনি অ্যাম্বুলেন্সের সামনে গিয়ে পড়েন ৷ এরপর দ্রুত গাড়িতে ওঠে দুষ্কৃতীরা৷ এবং গোপালবাবুর গায়ের উপর দিয়ে অ্যাম্বুলেন্স চালিয়ে দেয় ৷ পরে হাসপাতালে মৃত্যু হয় শ্বশুরের ।

গৃহবধূর বয়ান অনুযায়ী, বিয়েবাড়িটি ছিল ট্যাংরার পূর্বাচল প্রগতি সংঘে । রাত 11 টা 45 মিনিট নাগাদ বিয়েবাড়ি থেকে ফিরছিলেন তাঁরা । এরপর ওই অ্যাম্বুলেন্স এসে পথ আটকায় ও মর্মান্তিক ঘটনা ঘটে ৷ প্রৌঢ় শ্বশুর দুষ্কৃতীদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে মাটিতে ফেলে তাঁর গায়ের উপর দিয়ে অ্যাম্বুলেন্স চালিয়ে পালায় যুবকেরা । গুরুতর জখম গোপালবাবুকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন ।

ট‍্যাংরা থানায় অভিযোগ দায়ের করেছেন গৃহবধূ । জানানো হয়েছে, অ্যাম্বুলেন্সটি 50 বছরের গোপাল প্রামাণিককে চাপা দেওয়ার পর বৈশালি মোড়ের দিকে চলে যায় । ভয়ঙ্কর এই ঘটনায় শোরগোল পড়ে গেছে ট‍্যাংরা এলাকায় । ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ । অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন গৃহবধূ ও তাঁর পরিবার । অভিযোগ পেয়ে নড়েচড়ে বসেছে পুলিশও । আজ ঘটনাস্থানে আসেন ডেপুটি কমিশনার (ESD) অজয় প্রসাদ ।

Last Updated : Feb 5, 2020, 4:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details