কলকাতা, 31 ডিসেম্বর : ভুয়ো সাংবাদিক, ভুয়ো চিকিৎসক, ভুয়ো আইপিএস, ভুয়ো সিবিআই আধিকারিক ইত্যাদির পর এবার ভুয়ো ‘র’ এজেন্টকে (Fake RAW Agent Arrest) গ্রেফতার করল পুলিশ ৷ বৃহস্পতিবার রাতে ওই ব্যক্তিকে পাকড়াও করে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা (Anti Rowdy Squad of Kolkata Police) ৷ ধৃতের নাম মণিময় মণ্ডল ৷
আরও পড়ুন :Fake Jawan : চাকরি পাইয়ে দেওয়ার টোপ, পানাগড়ে ধৃত ভুয়ো জওয়ান
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার কাকুলিয়া রোডের বাসিন্দা হলেন এই মণিময় মণ্ডল ৷ দীর্ঘদিন ধরেই নিজেকে আইপিএস আধিকারিক বলে পরিচয় দিয়ে আসছিলেন তিনি ৷ এমনকী, বহু মানুষের কাছে নিজেকে ভারতীয় গুপ্তচর সংস্থা র-এর এজেন্ট বলেও দাবি করেন মণিময় ! তার থেকেও বড় বিষয় হল, এই পরিচয় ভাঁড়িয়েই রাজভবন, রাজ্য নির্বাচন কমিশন এবং দিল্লিতে নির্বাচন কমিশনের সদর কার্যালয়ে চিঠি পাঠাতেন এই ব্যক্তি ৷ তাতে পশ্চিমবঙ্গের নির্বাচন সম্পর্কে নানা তথ্য ও ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেন তিনি ৷