পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

শিয়ালদায় সাড়ে চার লাখ টাকার জাল নোট সহ গ্রেপ্তার - stf

শিয়ালদা থেকে উদ্ধার হল 4 লাখ 38 হাজার টাকার জাল নোট । গ্রেপ্তার হয়েছেন একজন ।

শিয়ালদায় সাড়ে চার লাখ টাকার জাল নোট সহ গ্রেপ্তার

By

Published : Jun 8, 2019, 2:54 PM IST

কলকাতা, 8 জুন : শিয়ালদা থেকে উদ্ধার হল 4 লাখ 38 হাজার টাকার জাল নোট । গতকাল রাত 9টা 10 মিনিটে জাল নোট দমন স্পেশাল টাস্ক ফোর্স ইশাব আলি নামে এক ব্যক্তিকে শিয়ালদায় একটি ডিপার্টমেন্টাল স্টোরের সামনে থেকে আটক করে ।

তল্লাশি চালিয়ে ইশাবের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 219টি 2হাজার টাকার নোট । ইশাব মালদার বাসিন্দা বলে জানা গেছে ।

পরে জিজ্ঞাসাবাদের পর রাত 11টা নাগাদ ইশাবকে গ্রেপ্তার করে পুলিশ । তাকে আজ কোর্টে পেশ করা হবে ।

ABOUT THE AUTHOR

...view details