পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কোরোনা আতঙ্কের মধ্যে ডেঙ্গি দমনে সমস্যায় পৌরকর্মীরা - কলকাতা পৌরনিগম

কোরোনা প্রকোপের মধ্যেই শহরে ডেঙ্গিতে আক্রান্ত 2 জন৷ তবে, ডেঙ্গি দমনেও অভিযান চালানো হচ্ছে বলে জানালেন কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর অন্যতম সদস্য অতীন ঘোষ। যদিও, কোরোনার ভয়ে পৌরকর্মীদের অনেকক্ষেত্রেই বাড়িতে ঢুকে ওষুধ স্প্রে করতে দিচ্ছে না শহরবাসী৷ জানালেন তিনি৷

anti Dengue Campaign of KMC
অতীন ঘোষ

By

Published : Jun 11, 2020, 11:32 PM IST

কলকাতা, 11 জুন: কোরোনা পরিস্থিতিতে ডেঙ্গি দমনে কাজ করতে সমস্যায় পড়ছেন পৌরকর্মীরা৷ জানালেন অতীন ঘোষ। কোরোনা পরিস্থিতির মধ্যেই ফের ডেঙ্গি দেখা দিয়েছে শহরে। ইতিমধ্যে কলকাতায় 2 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে৷ তাদের মধ্য কলকাতার মিন্টো পার্ক ও পার্ক সার্কাসের বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে। ফের ডেঙ্গি রোধে কলকাতা পৌরনিগমের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। আজ কলকাতা পৌরনিগমের প্রশাসন মণ্ডলীর সদস্য অতীন ঘোষ জানান, কলকাতা পৌরনিগম সারা বছর ডেঙ্গি মোকাবিলায় কাজ করে। কলকাতা পৌরনিগম একদিকে যেমন কোরোনা সংক্রমণ প্রতিরোধ করছে, পাশাপাশি ডেঙ্গি দমন অভিযানও চালিয়ে যাচ্ছে।

বর্ষা এখনও শুরু হয়নি। বর্ষার আগেই যদি ডেঙ্গি পরিস্থিতি হয়, তবে বর্ষার সময় মশা বাহিত রোগ অনেক বেশি বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এই বিষয়ে আজ অতীন ঘোষ জানান, কলকাতা পৌরনিগম সারা বছর ধরেই ডেঙ্গি অভিযান চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষকে অনেক বেশি সচেতন হতে হবে। কোরোনা পরিস্থিতিতে কলকাতা পৌরনিগমের কর্মীদের অনেককেই বাড়িতে প্রবেশ করতে দিচ্ছে না শহরবাসী৷ জানান তিনি। ফলে, বাড়ির ভেতরে গিয়ে মশা বাহিত রোগ দমনে ওষুধ স্প্রে করতে পারছেন না পৌরকর্মীরা। এক্ষেত্রে শহরবাসীকে উদ্যোগ নিয়ে নিজেদের বাড়িতে যাতে জল না জমে তার ব্যবস্থা নিতে হবে।

পৌরনিগমের অন্যতম প্রশাসক বলেন, "কলকাতা ঘনবসতিপূর্ণ এলাকা৷ ফলে, সারা বছর বিক্ষিপ্তভাবে ডেঙ্গি আক্রান্তের ঘটনা ঘটেই থাকে৷ ইতিমধ্যে 6 টি বোরোতে ডেঙ্গি প্রতিরোধের জন্য মিটিং করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে বাকি বোরোগুলোতেও মিটিং করা হবে। শহরের বিভিন্ন প্রান্তে কোরোনার সংক্রমণ প্রতিরোধের সঙ্গে সঙ্গেই ডেঙ্গি প্রতিরোধে যাবতীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে । প্রতি এলাকায় সপ্তাহে 2 দিন মশাবাহিত রোগ দমনে ওষুধ স্প্রে করা হচ্ছে।"

ABOUT THE AUTHOR

...view details