কলকাতা, 23 জুন : "আমার বাড়ির ছাদে পৃথক রাজ্য চাই/ রাজধানী হবে চিলেকোঠা/ কখন পাশের বাড়ি হামলা করবে, তাই/ মজুত রাখব লাঠিসোটা ৷" এবার বিজেপি নেতাদের বঙ্গভঙ্গের আবদারকে ঘুরিয়ে কটাক্ষ করে কবিতা লিখলেন শ্রীজাত (Srijato Bandyopadhyay) ৷
উত্তরবঙ্গ আলাদা রাজ্য হোক, প্রস্তাব দিয়েছেন বিজেপি সাংসদ জন বারলা (John Barla) ৷ দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ত (Raju bista) চাইছেন পৃথক গোর্খাল্যান্ড । আরেক বিজেপি নেতা সৌমিত্র খাঁ-র (Saumitra khan) দাবি, পৃথক রাজ্য হোক জঙ্গলমহল । একের পর এক বিজেপি নেতার বঙ্গভঙ্গের প্রস্তাবে তৈরি হয়েছে তীব্র বিতর্ক ৷ শাসক দল তৃণমূল, কংগ্রেস ও বামেরা এক সুরে যার প্রতিবাদ করেছে ৷ এবার গেরুয়া শিবিরের তিন নেতার বাংলা ভাগের অবদারকে কটাক্ষ করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে কবিতা পোস্ট করলেন কবি ও গীতিকার শ্রীজাত ৷ 'রাজধানী' শিরনামের গোটা কবিতায় বাংলা ভাগের রাজনৈতিক প্রস্তাবকে নিন্দা করা হয়েছে রীতিমতো চড়া সুরে ৷ শ্রীজাত লিখেছেন, "পাশের বাগান থেকে গাছের ছায়াটি আর/ পাবে না ঢোকার অনুমতি/ কাঠফাটা রোদ্দুরে রাজ্য একা আমার/ কষে আঁকি মানচিত্রটি !" রাজনৈতিক স্বেচ্ছাচারিতার প্রসঙ্গও উঠে এসেছে কবির কলমে ৷ শ্রীজাত লেখেন, আমিই ব্যালট থেকে বেছেছি আমারই নাম/ আমিই মন্ত্রী, আমি প্রজা/ বিচ্ছিন্নতা ব'লে দেবো না লোভের দাম ?/ একক হওয়া অত সোজা !"