পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

"আমার বাড়ির ছাদে পৃথক রাজ্য চাই", ফেসবুকে ভাইরাল শ্রীজাতর বঙ্গভঙ্গ বিরোধী কবিতা

গেরুয়া শিবিরের তিন নেতার বাংলা ভাগের অবদারকে কটাক্ষ করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে কবিতা পোস্ট করেছেন কবি ও গীতিকার শ্রীজাত ৷ 'রাজধানী' শিরনামের গোটা কবিতায় বাংলা ভাগের প্রস্তাবকে নিন্দা করা হয়েছে রীতিমতো চড়া সুরে ৷

anti Bengal partition poem of Srijato Bandopadhyay viral on Facebook
anti Bengal partition poem of Srijato Bandopadhyay viral on Facebook

By

Published : Jun 23, 2021, 4:43 AM IST

Updated : Jun 23, 2021, 5:58 AM IST

কলকাতা, 23 জুন : "আমার বাড়ির ছাদে পৃথক রাজ্য চাই/ রাজধানী হবে চিলেকোঠা/ কখন পাশের বাড়ি হামলা করবে, তাই/ মজুত রাখব লাঠিসোটা ৷" এবার বিজেপি নেতাদের বঙ্গভঙ্গের আবদারকে ঘুরিয়ে কটাক্ষ করে কবিতা লিখলেন শ্রীজাত (Srijato Bandyopadhyay) ৷

উত্তরবঙ্গ আলাদা রাজ্য হোক, প্রস্তাব দিয়েছেন বিজেপি সাংসদ জন বারলা (John Barla) ৷ দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ত (Raju bista) চাইছেন পৃথক গোর্খাল্যান্ড । আরেক বিজেপি নেতা সৌমিত্র খাঁ-র (Saumitra khan) দাবি, পৃথক রাজ্য হোক জঙ্গলমহল । একের পর এক বিজেপি নেতার বঙ্গভঙ্গের প্রস্তাবে তৈরি হয়েছে তীব্র বিতর্ক ৷ শাসক দল তৃণমূল, কংগ্রেস ও বামেরা এক সুরে যার প্রতিবাদ করেছে ৷ এবার গেরুয়া শিবিরের তিন নেতার বাংলা ভাগের অবদারকে কটাক্ষ করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে কবিতা পোস্ট করলেন কবি ও গীতিকার শ্রীজাত ৷ 'রাজধানী' শিরনামের গোটা কবিতায় বাংলা ভাগের রাজনৈতিক প্রস্তাবকে নিন্দা করা হয়েছে রীতিমতো চড়া সুরে ৷ শ্রীজাত লিখেছেন, "পাশের বাগান থেকে গাছের ছায়াটি আর/ পাবে না ঢোকার অনুমতি/ কাঠফাটা রোদ্দুরে রাজ্য একা আমার/ কষে আঁকি মানচিত্রটি !" রাজনৈতিক স্বেচ্ছাচারিতার প্রসঙ্গও উঠে এসেছে কবির কলমে ৷ শ্রীজাত লেখেন, আমিই ব্যালট থেকে বেছেছি আমারই নাম/ আমিই মন্ত্রী, আমি প্রজা/ বিচ্ছিন্নতা ব'লে দেবো না লোভের দাম ?/ একক হওয়া অত সোজা !"

ফেসবুকে ভাইরাল শ্রীজাতর কবিতা

পোস্ট করার ঘণ্টা পাঁচেকের মধ্যে শ্রীজাতর বঙ্গভঙ্গ বিরোধী কবিতাটি লাইকের বন্যায় ভেসে যায় ৷ প্রায় পাঁচ হাজার লাইক পড়ে ৷ শ-পাঁচেক শেয়ার হয় ৷ অসংখ্য মানুষ কমেন্ট বক্সে এসে জানান, এই কবিতার প্রয়োজন ছিল ৷ কেউ লেখেন- প্রাসঙ্গিক ৷ উত্তরবঙ্গ আর বঙ্গে থাকতে চাইছে না বলে কমেন্ট বক্সে দুঃখপ্রকাশ করেন অনেকেই ৷

আরও পড়ুন:বঙ্গভঙ্গ প্রস্তাবে একঘরে বিজেপি, এক সুরে প্রতিবাদ তৃণমূল-বাম-কংগ্রেসের

দিলীপ ঘোষ-সহ বিজেপির রাজ্য শীর্ষ নেতৃত্ব জানিয়েছে, জন বারলা, রাজু বিস্ত, সৌমিত্র খাঁ-দের বাংলা ভাগের প্রস্তাবকে তাঁরা সমর্থন করেন না ৷ তবুও বিধানসভা ভোটে ভরাডুবির পর বঙ্গভঙ্গ প্রস্তাবই সম্ভবত গেরুয়া শিবিরের অন্যতম মাথা ব্যথার কারণ হয়ে উঠল ৷ সেই অস্বস্তি আরও একধাপ বাড়িয়ে দিলেন এই সময়ের জনপ্রিয় কবি শ্রীজাত ৷

Last Updated : Jun 23, 2021, 5:58 AM IST

ABOUT THE AUTHOR

...view details