কলকাতা, 17 সেপ্টেম্বর: কলকাতা পুলিশের এসি দেবজিৎ চট্টোপাধ্যায়কে মারধরের ঘটনায় দত্তপুকুর থেকে গ্রেফতার হল আরও তিনজন (Another three accused arrested in police harassment case) । ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে । বিজেপির ডাকা নবান্ন অভিযানকে (BJP Nabanna Abhijan) কেন্দ্র করে হাওড়া এবং কলকাতার একাংশে ধুন্ধুমার পরিস্থিতির তৈরি হয় গত মঙ্গলবার । সেখানেই কলকাতা পুলিশের (Kolkata Police) অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়কে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ।
এই ঘটনায় তদন্ত শুরু করে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা (Anti Rowdy Squad) শুক্রবার রাতে উত্তর 24 পরগনার দত্তপুকুর এলাকায় অভিযান চালায় ৷ সেখান থেকে মোট তিনজনকে গ্রেফতার করা হয় । লালবাজার সূত্রে খবর, ধৃতরা প্রত্যেকে ওই এলাকার বাসিন্দা ৷ ঘটনার দিন কলকাতা পুলিশের এসিপিকে মারধরের ঘটনায় সরাসরিভাবে যুক্ত তারা ।
জানা গিয়েছে, 13 সেপ্টেম্বর ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ (CCTV Footage) দেখে অভিযুক্তদের চিহ্নিত করেছে তদন্তকারীরা । তাদের আদালতে পেশ করা হবে এবং নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আর্জি জানাবে কলকাতা পুলিশ । এর আগে রাজকুমার মাইতি নামে এক ব্যক্তিকে পূর্ব মেদিনীপুর থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । পাশাপাশি বিকাশ ঘোষ নামে অপর এক ব্যক্তিকেও গ্রেফতার করা হয় ।