কলকাতা, 26 জুলাই : কোরোনামুক্ত হয়ে 24 জুলাই কাজে যোগ দিয়েছিলেন ট্যাংরা থানার ইন্সপেক্টর মাসরেক আলি । আর গতকাল সুস্থ হয়ে কাজে যোগ দিলেন ওই থানারই সার্জেন্ট প্রীতম সরকার । তাঁকে করতালি ও পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানালেন কলকাতা পুলিশের সিনিয়র অফিসাররা ।
গতকাল কোরোনায় মৃত্যু হয় কলকাতা পুলিশের আরও এক কনস্টেবলের । তথ্য বলছে, এই মুহূর্তে কলকাতা পুলিশে মোট আক্রান্তের সংখ্যা 850 । তার মধ্যে অনেকেই অবশ্য সুস্থ হয়ে উঠেছে । যেমন সুস্থ হলেন সার্জেন্ট প্রীতম সরকার । তিনি এই মাসের শুরুর দিকে অসুস্থ হন । তাঁর শরীরে কোরোনার উপসর্গ ধরা পড়ে । সোয়াব টেস্টের রিপোর্ট পজ়িটিভ আসে । এরপর তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় ।