পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কোরোনা আক্রান্ত আরও এক চিকিৎসকের মৃত্যু কলকাতায় - কোরোনায় মৃত্যু চিকিৎসক সুব্রত সোমের

7 ডিসেম্বর মুকুন্দপুরের বেসরকারি এক হাসপাতালে চিকিৎসক সুব্রত সোমকে নিয়ে যাওয়া হয়। তখন থেকেই তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল । গতকাল ওই হাসপাতালেই এই চিকিৎসকের মৃত্যু হয়।

another doctor dies of COVID-19 in Kolkata
কোরোনা আক্রান্ত আরও এক চিকিৎসকের মৃত্যু কলকাতায়

By

Published : Dec 26, 2020, 11:36 AM IST

কলকাতা, 26 ডিসেম্বর : কোভিড-19-এ আক্রান্ত আরও এক চিকিৎসকের মৃত্যু হল কলকাতার বেসরকারি একটি হাসপাতালে । মৃতের নাম সুব্রত সোম । মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত ছিলেন তিনি।

সুব্রত সোম একজন চক্ষুরোগ বিশেষজ্ঞ ছিলেন। চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের এক যুগ্ম সম্পাদক, চিকিৎসক রাজীব পান্ডে জানিয়েছেন, 64 বছর বয়সি এই চিকিৎসক মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত ছিলেন ।মালদহের বাসিন্দা এই চিকিৎসক কিছুদিন আগে কোরোনা আক্রান্ত হন। 29 নভেম্বর তাঁকে নিয়ে আসা হয় কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে । তবে, তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকায়, তাঁকে স্থানান্তর করা হয় মুকুন্দপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে । সেখানে এই চিকিৎসককে ইসিএমও-র সাপোর্টে রাখা হয়েছিল ।


ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের এই যুগ্ম সম্পাদক জানিয়েছেন, 7 ডিসেম্বর মুকুন্দপুরের বেসরকারি ওই হাসপাতালে চিকিৎসক সুব্রত সোমকে নিয়ে যাওয়া হয়। তখন থেকেই তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল । তবে, ইসিএমও-র সাপোর্টে রাখা সত্ত্বেও শেষরক্ষা আর সম্ভব হল না। মুকুন্দপুরের বেসরকারি ওই হাসপাতালে শুক্রবার এই চিকিৎসকের মৃত্যু হয়।

ABOUT THE AUTHOR

...view details