কলকাতা, 6 জুলাই : জিটিএ নির্বাচনে (GTA Elections 2022) জিতে রাজ্য সরকারের সঙ্গে মিলিতভাবে উন্নয়নের কাজ করতে চান, বুধবার নবান্ন এসে একথাই জানিয়ে দিলেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সুপ্রিমো অতীত থাপা (BGPM Leader Anit Thapa) । মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি জানিয়েছেন, তাঁর পূর্বসূরীদের মতো সংঘাতের পথে হাঁটতে চান না তিনি । এই সংঘাত পাহাড়কে 20 বছর পিছিয়ে দিয়েছে । বরং তাঁর লক্ষ্য উন্নয়ন৷ তাই সরকারের সঙ্গে থেকেই উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যেতে তিনি ।
প্রসঙ্গত, এই দিন নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) সঙ্গে দেখা করেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রধান । নতুন বোর্ডের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এদিন মুখ্যমন্ত্রীকে নিমন্ত্রণ করে যান তিনি । এই কারণেই নবান্নে আসা তাঁর । তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর অনীত থাপা বলেন, ‘‘দার্জিলিংয়ে ডেমোক্রেটিক সিস্টেম তৈরি করার লক্ষ্য নিয়ে এবার নির্বাচনে গিয়েছিলাম । গত পাঁচ বছর অনেক সংঘর্ষ করেছি । এবার গঠনমূলক রাজনীতির দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষের কাছে গিয়েছিলাম । পাহাড়ে 96 সাল থেকে নিয়ে যে আবেগের রাজনীতি হচ্ছিল, সেখান থেকে বেরিয়ে প্র্যাকটিক্যাল পলিটিক্সে ফিরে আসা জরুরি ছিল । সেই চেষ্টাই আমরা করছি ।’’
তিনি আরও বলেন, ‘‘ইতিমধ্যে জিটিএ গঠন হলেও তাতে নিয়োগের ক্ষমতা আমাদের হাতে ছিল না । মূলত যেটা প্রয়োজন ছিল, তা হল গণতান্ত্রিক যে সিস্টেম, তা পুনরুদ্ধার করে জিটিএর খামতি দূর করা । সংঘর্ষের পথ ছেড়ে পাহাড়কে উন্নতির পথে নিয়ে আসার দরকার ছিল । উন্নতির কথা মাথায় রেখে আগামিদিনে আমরা রাজ্য সরকারের সঙ্গে মিলেমিশেই কাজ করব । আগে জিটিএতে থাকলে কাজ করতে হত না । আবেগের রাজনীতির উপর ভর করে সময় কাটিয়ে দেওয়া যেত । কিন্তু এবার গোটা বিষয়টা আলাদা । আবেগ নয়, উন্নয়নের রাজনীতিতে মানুষের মন জয় করতে চাই আমরা ।’’