কলকাতা, 28 এপ্রিল : আদালতের নির্দেশ ছাড়া 15 জুন পর্যন্ত ছাড়া যাবে না আনিসুর রহমানকে ৷ নির্দেশ কলকাতা হাইকোর্টের ৷ বুধবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ৷ পাশাপাশি, কলকাতা হাইকোর্টে আনিসুর রহমানের বিরুদ্ধে কুরবান শা হত্যার মামলা চালাতে চেয়ে আফজল আলি শা ( কুরবান শা-র দাদা) যে আবেদন করেছিলেন, সেই আবেদনও গ্রহণ করল আদালত ৷ একইসঙ্গে, কুরবান শা-র ভাগ্না মামলা প্রত্যাহারের যে আবেদন করেছিলেন, তা খারিজ করে দিয়েছে আদালত ৷ আগামী 13মে সকাল সোওয়া এগারোটায় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চে এই মামলার শুনানি হবে ৷
চলতি বছরের 26 ফেব্রুয়ারি রাজ্য সরকার আনিসুর রহমানের বিরুদ্ধে চলতে থাকা কুরবান শা হত্যা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় এবং সেই অনুযায়ী বিজ্ঞপ্তিও জারি করে ৷ তমলুক দায়রা আদালত রাজ্যের সেই আবেদন মঞ্জুরও করে ৷ কিন্তু তারপর 2 মার্চ কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য রাজ্যের ওই বিজ্ঞপ্তি এবং দায়রা আদালতের রায় খারিজ করে দেন ৷ পাশাপাশি তিনি নির্দেশ দেন, অভিযুক্ত আনিসুর রহমানকে যদি ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়ে থাকে, তাহলে তাঁকে যেন পুলিশ পুনরায় গ্রেফতার করে ৷ সেই নির্দেশ মোতাবেক পদক্ষেপ করে পুলিশও ৷ সকালে জামিন পাওয়া আনিসুরকে বিকেলেই ফের গ্রেফতার হতে হয় ৷
হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের এই নির্দেশের বিরুদ্ধে পরদিন সকালেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করেন আনিসুর রহমান ৷ এদিকে, কলকাতা হাইকোর্টে আনিসুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন যে ব্যক্তি, সেই জহর শা-ও মামলাটি প্রত্যাহার করে নেওয়ার আর্জি জানান ৷ এক্ষেত্রে তাঁর দাবি ছিল, মামলা করায় তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে ৷ কিন্তু কুরবান শা-র দাদা আফজল আলি শা মামলাটি চালানোর সিদ্ধান্ত নেন ৷ গত 13 এপ্রিল প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণণ ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করে দেয় ৷ তবে একইসঙ্গে ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানায়, মামলার নিষ্পত্তি এখনই হচ্ছে না ৷ সব পক্ষের বক্তব্য ভালো করে শুনে সিঙ্গল বেঞ্চই যত দ্রুত সম্ভব মামলার নিষ্পত্তি করা হবে ৷