পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Anish Khan Death Case : আনিশ-কাণ্ডে গ্রেফতার মীনাক্ষীদের মুক্তির দাবিতে স্বাক্ষর সালাম খানের - Anish Khan father demands release of arrested left students and youths

আনিশ-কাণ্ডে পুলিশের হাতে গ্রেফতার হওয়া 16 বাম ছাত্র-যুবকেও মুক্তির দাবি জানালেন তিনি (Anish Khan father demands release of 16 arrested left students and youths) ৷ বাম ছাত্র-যুব সংগঠনের নেতৃত্ব ও আইনজীবীদের উপস্থিতিতে এদিন আবেদনপত্রেও স্বাক্ষর করেন সালাম খান।

Anish Khan Death Case
আনিশ-কাণ্ডে গ্রেফতার মীনাক্ষীদের মুক্তির দাবিতে স্বাক্ষর সালাম খানের

By

Published : Mar 6, 2022, 7:31 PM IST

কলকাতা, 6 মার্চ : ছেলের হত্যার বিচারে সম্মতি জানিয়ে বাম ছাত্র-যুব সংগঠনের দাবিপত্রে সম্মতি জানিয়ে স্বাক্ষর করলেন আনিশ খানের বাবা সালাম খানের। একইসঙ্গে আনিশ-কাণ্ডে পুলিশের হাতে গ্রেফতার হওয়া মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ 16 বাম ছাত্র-যুবকেও মুক্তির দাবি জানালেন তিনি (Anish Khan father demands release of arrested left students and youths) ৷ বাম ছাত্র-যুব সংগঠনের নেতৃত্ব ও আইনজীবীদের উপস্থিতিতে এদিন সেই আবেদনপত্রে স্বাক্ষর করেন সালাম খান। বাম যুব সংগঠনের রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, আইনজীবী সংগঠনের তরফ থেকে সব্যসাচী চট্টোপাধ্যায়-সহ স্থানীয় ছাত্র-যুব নেতৃত্বের উপস্থিতিতে আবেদনপত্রে স্বাক্ষর করেন আনিশের বাবা।

সম্প্রতি কবর থেকে তুলে দ্বিতীয়বার আনিশ খানের মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। ঠিক কী ঘটেছিল আনিশের মৃত্যুর দিন? তদন্ত করে দেখছে রাজ্যের তৈরি বিশেষ তদন্তকারী দল(SIT)। তদন্তে আনিশ নিচুতলার পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ার গ্রেফতার হয়েছে ইতিমধ্যেই। কিন্তু তাতে সন্তুষ্ট নয় আনিশ খানের পরিবার ৷ তদন্ত সঠিকপথে অগ্রসর হচ্ছে না বলে দাবি করেছে বাম ছাত্র-যুব সংগঠন । তাদের দাবি, আনিশকে হত্যার মূল চক্রীরা এখনও গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে । অথচ পুলিশ গ্রেফতার করছে তদন্তের দাবিতে সরবদের ৷ সুতরাং প্রকৃত দোষীদের শাস্তি দিতে হবে। একইসঙ্গে এই শাস্তির দাবিতে সরব যে সকল ছাত্র-যুবদের পুলিশ গ্রেফতার করেছে, তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।

মূলত এই দাবিকে সামনে রেখেই এসএফআই, ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি রাজ্যজুড়ে সপ্তাহব্যাপী এক কোটি সই সংগ্রহের লক্ষ্যে নেমেছে। পাশাপাশি 50 হাজারের উপরে প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভা করবে তারা। এদিন সেই কর্মসূচিতেই অংশ নিলেন আনিশের বাবা। স্বাক্ষর করলেন সেই দাবিপত্রে ৷ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি ধ্রুবজ্যোতি সাহা জানান, রাজ্যের প্রশাসন এখনও প্রকৃত দোষীদের শাস্তি দিতে পারেনি। আনিশের খুনের প্রকৃত অভিযুক্তদের গ্রেফতার করে অবিলম্বে কঠোর শাস্তি দিতে হবে।

আরও পড়ুন : জেলে ঢুকিয়ে মীনাক্ষীকে রোখা যাবে না, মেয়ের প্রতি বিশ্বাস বাবা-মায়ের

তিনি বলেন, ‘‘যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ 16 জন ছাত্র-যুবকে পুলিশ মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে । তাঁদের নিঃশর্ত মুক্তির জানিয়েই রাজ্যজুড়ে প্রায় এক কোটি সই সংগ্রহে নেমেছি । আজ এই দাবিপত্রে আনিশের বাবাও স্বাক্ষর করেছেন। আগামিকাল সমস্ত ইউনিটে আনিশের ছবিতে মাল্যদান করে তাঁকে শ্রদ্ধা জানানো হবে।’’

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details