পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Anish Khan Murder Case : আনিশ হত্যা মামলায় সিটের রিপোর্টে আপত্তি বিকাশের, হলফনামা দিতে নির্দেশ হাইকোর্টের - আনিশ হত্যা মামলায় সিটের রিপোর্টে আপত্তি বিকাশের

হাওড়ার ছাত্র নেতা আনিশ খান আত্মহত্যা করেছেন, কলকাতা হাইকোর্টে সিটের রিপোর্টে তেমনই উল্লেখ করা হয়েছে (SIT Claims Anish Khan died by Suicide) ৷ কিন্তু আনিশ খানের পরিবারের তরফের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সিটের রিপোর্ট মানতে নারাজ (Anish Khan Family Advocate Raised Question on SIT Report) ৷ তাঁকে এক সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে আপত্তির কথা জানাতে বলেছে আদালত ৷

anish-khan-family-advocate-raised-question-on-sit-report
Anish Khan Murder Case : আনিশ হত্যা মামলায় সিটের রিপোর্টে আপত্তি বিকাশের, হলফনামা দিতে নির্দেশ হাইকোর্টের

By

Published : Apr 25, 2022, 2:11 PM IST

Updated : Apr 25, 2022, 4:28 PM IST

কলকাতা, 25 এপ্রিল : আনিশ খান হত্যা মামলায় সিট রিপোর্ট দিয়ে জানিয়েছে যে ওই ছাত্র নেতা আত্মহত্যা করেছেন (SIT Claims Anish Khan died by Suicide) । এই ব্যাপারে আনিশ খানের পরিবারের তরফের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানালেন, এটা একটা পূর্ব পরিকল্পিত খুন ৷ যাকে চাপা দেওয়ার জন্য এটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে (Anish Khan Family Advocate Raised Question on SIT Report) ।

বিকাশ ভট্টাচার্য আরও বলেন, ‘‘অভিযোগের ভিত্তিতে তদন্ত হওয়া দরকার । এখানে সেটা হচ্ছে না । নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার । এই মৃত্যু রহস্যজনক । তদন্ত রিপোর্টে আত্মহত্যা দেখানো হয়েছে ৷ কিন্তু এটা আত্মহত্যা নয় ৷ এটা খুন হিসেবে তদন্ত করা উচিত । তাই এই রিপোর্ট সঠিক নয় ।’’

রিপোর্টে কোথায় কোথায় আপত্তি রয়েছে মামলাকারীর আইনজীবীর, সেই ব্যাপারে এক সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে জানানোর নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থা । 12 মে ফের শুনানি হবে এই মামলার ।

Anish Khan Murder Case : আনিশ হত্যা মামলায় সিটের রিপোর্টে আপত্তি বিকাশের, হলফনামা দিতে নির্দেশ হাইকোর্টের

গত মঙ্গলবার সিট আনিশ খান মামলায় (Anish Khan Murder Case) 82 পাতার একটা রিপোর্ট দেয় কলকাতা হাইকোর্টে । বিচারপতি রাজাশেখর মান্থা সেই রিপোর্ট মামলাকারী আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে পড়ে দেখার নির্দেশ দিয়েছিলেন । এদিন শুনানির দিন ধার্য ছিল ।

আরও পড়ুন :Anish Khan Death Case : আনিশ মৃত্যুর ঘটনায় হাইকোর্টে রিপোর্ট পেশ সিটের, সালেম খানকে ক্ষমা চাওয়ার নির্দেশ বিচারপতির

Last Updated : Apr 25, 2022, 4:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details