কলকাতা, 26 এপ্রিল : আইএফএ-র নয়া কোষাধ্যক্ষ নির্বাচিত হলেন অনির্বাণ দত্ত। বিদায়ী কোষাধ্যক্ষ কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর কোষাধ্যক্ষ পদটি এ যাবৎ শূন্য ছিল ৷ মঙ্গলবার সংস্থার বর্তমান গভর্নিং বডির শেষ সভায় সর্বসম্মতিক্রমে নয়া কোষাধ্যক্ষ পদে আসীন হলেন অনির্বাণ দত্ত (Anirban Dutta becomes the new treasurer of IFA) ৷ তাঁর নির্বাচন ঘিরে ময়দানী রাজনীতির প্রতিদ্বন্দ্বিতার সুর শোনা গেলেও তা শেষ পর্যন্ত আমল পায়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই কোষাধ্যক্ষ মনোনীত হলেন অনির্বাণ দত্ত।
এর ফলে দীর্ঘদিন পর আইএফএ-র প্রশাসনিক পদে দত্ত পরিবারের কোনও প্রতিনিধি আসীন হলেন ৷ প্রয়াত প্রাক্তন সচিব প্রদ্যোৎ দত্তের ছেলে এবং বর্তমান চেয়ারম্যান সুব্রত দত্তের তুতো ভাই অনির্বাণ ৷ যিনি জর্জ টেলিগ্রাফ ক্লাবের শীর্ষকর্তাও বটে ৷ নয়া কোষাধ্যক্ষ বেছে নেওয়ার পাশাপাশি এদিনের সভায় বিভিন্ন ডিভিশনের মোট 14 টি ক্লাবকে নতুন করে অনুমোদন দেওয়া হয় ৷ এর মধ্যে উল্লেখযোগ্য সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ডহারবার ফুটবল ক্লাবের অনুমোদন ৷ পয়লা বৈশাখে মহাসমারোহে আত্মপ্রকাশ করা ডিএইচএফসি'কে সরাসরি প্রথম ডিভিশনে খেলার অনুমতি দেওয়া হল। পাশাপাশি প্রথম ডিভিশনে খেলার অনুমোদন দেওয়া হল অল ইন্ডিয়া এয়ারলাইন্স রিক্রিয়েশন ক্লাব, বেলঘরিয়া অ্যাথলেটিক ক্লাব এবং বেঙ্গল ফুটবল অ্যাকাডেমিকে । এর মধ্যে বেলঘরিয়া অ্যাথলেটিক ক্লাবটির প্রধান কর্তা মদন মিত্র ৷