পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

IFA New Treasurer : নয়া কোষাধ্যক্ষ নির্বাচনের দিনে অভিষেকের ক্লাবকে ছাড়পত্র আইএফএ-র - Anirban Dutta becomes the new treasurer of IFA

দীর্ঘদিন পর আইএফএ-র প্রশাসনিক পদে দত্ত পরিবারের কোনও প্রতিনিধি আসীন হলেন ৷ প্রয়াত প্রাক্তন সচিব প্রদ্যোৎ দত্তের ছেলে এবং বর্তমান চেয়ারম্যান সুব্রত দত্তের তুতো ভাই অনির্বাণ দত্ত নয়া কোষাধ্যক্ষ (Anirban Dutta becomes the new treasurer of IFA) ৷ একই দিনে প্রথম ডিভিশনে খেলার ছাড়পত্র পেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ডহারবার ক্লাব ৷

IFA New Treasurer
নয়া কোষাধ্যক্ষ নির্বাচনের দিনে অভিষেকের ক্লাবকে ছাড়পত্র আইএফএ-র

By

Published : Apr 26, 2022, 6:59 PM IST

Updated : Apr 27, 2022, 11:22 AM IST

কলকাতা, 26 এপ্রিল : আইএফএ-র নয়া কোষাধ্যক্ষ নির্বাচিত হলেন অনির্বাণ দত্ত। বিদায়ী কোষাধ্যক্ষ কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর কোষাধ্যক্ষ পদটি এ যাবৎ শূন্য ছিল ৷ মঙ্গলবার সংস্থার বর্তমান গভর্নিং বডির শেষ সভায় সর্বসম্মতিক্রমে নয়া কোষাধ্যক্ষ পদে আসীন হলেন অনির্বাণ দত্ত (Anirban Dutta becomes the new treasurer of IFA) ৷ তাঁর নির্বাচন ঘিরে ময়দানী রাজনীতির প্রতিদ্বন্দ্বিতার সুর শোনা গেলেও তা শেষ পর্যন্ত আমল পায়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই কোষাধ্যক্ষ মনোনীত হলেন অনির্বাণ দত্ত।

এর ফলে দীর্ঘদিন পর আইএফএ-র প্রশাসনিক পদে দত্ত পরিবারের কোনও প্রতিনিধি আসীন হলেন ৷ প্রয়াত প্রাক্তন সচিব প্রদ্যোৎ দত্তের ছেলে এবং বর্তমান চেয়ারম্যান সুব্রত দত্তের তুতো ভাই অনির্বাণ ৷ যিনি জর্জ টেলিগ্রাফ ক্লাবের শীর্ষকর্তাও বটে ৷ নয়া কোষাধ্যক্ষ বেছে নেওয়ার পাশাপাশি এদিনের সভায় বিভিন্ন ডিভিশনের মোট 14 টি ক্লাবকে নতুন করে অনুমোদন দেওয়া হয় ৷ এর মধ্যে উল্লেখযোগ্য সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ডহারবার ফুটবল ক্লাবের অনুমোদন ৷ পয়লা বৈশাখে মহাসমারোহে আত্মপ্রকাশ করা ডিএইচএফসি'কে সরাসরি প্রথম ডিভিশনে খেলার অনুমতি দেওয়া হল। পাশাপাশি প্রথম ডিভিশনে খেলার অনুমোদন দেওয়া হল অল ইন্ডিয়া এয়ারলাইন্স রিক্রিয়েশন ক্লাব, বেলঘরিয়া অ্যাথলেটিক ক্লাব এবং বেঙ্গল ফুটবল অ্যাকাডেমিকে । এর মধ্যে বেলঘরিয়া অ্যাথলেটিক ক্লাবটির প্রধান কর্তা মদন মিত্র ৷

আরও পড়ুন : প্রকাশিত টিজার-লোগো, নববর্ষে পথচলা শুরু অভিষেকের ক্লাব ডিএইচএফসি-র

তৃতীয় ডিভিশনে খেলার অনুমোদন পেল জ্যোতির্ময় এফসি ও বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস অ্যাকাডেমি। অনুমোদন পেল আড়িয়াদহ স্পোটিং ক্লাব এবং পেয়ারা বাগান অ্যাথলেটিক ক্লাব। এছাড়াও এদিনের সভায় নার্সারি একাধিক ক্লাবকে অনুমোদন দেওয়া হয়েছে ৷ তবে তাদের পরিকাঠামো পরিদর্শনের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷ গর্ভনিং বডির মোট 61 জন সদস্যের মধ্যে এদিনের সভায় উপস্থিত ছিলেন 34 জন। পুষ্পস্তবক দিয়ে সচিব জয়দীপ মুখোপাধ্যায় আইএফএ-র নতুন সচিবকে স্বাগত জানান ৷

Last Updated : Apr 27, 2022, 11:22 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details