কলকাতা, 5 নভেম্বর : ন'বছর পরে ফের রোগী ভরতি হতে চলেছে ঢাকুরিরা AMRI হাসপাতালের অ্যানেক্স বিল্ডিংয়ে । 2011-র ডিসেম্বর মাসে এই বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের জেরে 91 জন রোগী এবং দুই জন নার্স সহ মোট 93 জনের মৃত্যু হয়েছিল । এর পর থেকে বিল্ডিংটি পরিত্যক্ত অবস্থায় ছিল । এমনকী বহু মানুষের কাছে 'অভিশপ্ত' ওই বিল্ডিং । এবার সেখানে COVID-19 রোগীদের ভরতি নেওয়া হবে । কলকাতা হাইকোর্টে অগ্নিকাণ্ডের মামলা চলছে । এই অবস্থায় কীভাবে সেখানে চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব, তা নিয়ে প্রশ্ন তুলেছে মৃতদের পরিজনদের সংগঠন ।
অগ্নিকাণ্ডের 9 বছর পর ঢাকুরিয়া AMRI-র অ্যানেক্স বিল্ডিংয়ে চালু হবে পরিষেবা - ঢাকুরিয়া AMRI
2011-র ডিসেম্বরে AMRI-র অ্যানেক্স বিল্ডিংয়ে আগুন লাগে । ঘটনায় 93 জনের মৃত্য়ু হয় ।
2011-র আট ডিসেম্বরের গভীর রাতে (ঘড়ির কাঁটায় তখন নয় ডিসেম্বর) দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া AMRI হাসপাতালের অ্যানেক্স বিল্ডিংয়ে আগুন লাগে । অগ্নিকাণ্ডের জেরে মোট 93 জনের মৃত্যু হয় । জানা গেছিল, বিল্ডিংয়ের বেসমেন্টে আগুন লাগে । সেই আগুন থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া AC-র মাধ্যমে ছড়িয়ে পড়েছিল গোটা বিল্ডিংয়ে । সেন্ট্রাল AC হওয়ার কারণে বিভিন্ন ঘরে পৌঁছে গিয়েছিল ওই বিষাক্ত ধোঁয়া । শ্বাস নিতে না পেরে 91 জন রোগী এবং দু'জন নার্সের মৃত্যু হয় । সেই মামলা এখনও কলকাতা হাইকোর্টে চলছে । ন'বছর পর ফের ওই বিল্ডিংয়ে COVID-19 রোগীদের ভরতি নিয়ে চিকিৎসা করা হবে । কোরোনার সাম্প্রতিক পরিস্থিতির জেরে রাজ্যের বিভিন্ন হাসপাতালে বেডের সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা করছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর । সেকারণে অ্যানেক্স বিল্ডিংয় ব্যবহার করা হবে বলে জানা গেছে ।
হাসপাতাল গোষ্ঠীর CEO রূপক বড়ুয়া বলেন, "স্বাস্থ্য দপ্তরের অনুমতি নিয়ে আমরা বিল্ডিং চালু করতে চলেছি । কোরোনা রোগীদের চিকিৎসার জন্য তা ব্যবহার করা হবে । বিল্ডিংয়ে 150-এর মতো বেড রয়েছে । চলতি মাসের মধ্যে পরিষেবা দিতে তৈরি আমরা ।" এই নিয়ে প্রশ্ন তুলেছে অগ্নিকাণ্ডে মৃত রোগীর পরিজনদের সংগঠন 'AMRI ফায়ার ভিকটিম অ্যাসোসিয়েশন '। সংগঠনের সভাপতি পারমিতা গুহ ঠাকুরতা বলেন, "কলকাতা হাইকোর্টে এখনও মামলা চলছে । এই অবস্থায় কীভাবে অ্যানেক্স বিল্ডিংয়ে রোগীদের ভরতি নেওয়ার জন্য হাসপাতালকে অনুমতি দেওয়া যায়?" পাশাপাশি তিনি জানান, কোরোনা আক্রান্ত রোগীদের যদি AMRI বিনামূল্যে পরিষেবা দেয়, তাহলে তাঁদের এই বিষয়ে আপত্তি নেই ।