কলকাতা, 13 জুলাই :ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সঙ্গে যুক্ত পিএসইউ (PSU) সংস্থা অ্য়ান্ড্রিউ ইউল অ্য়ান্ড কোম্পানি (Andrew Yule & Company) তাদের একটি ইলেকট্রিক্যাল ইউনিট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ৷ দক্ষিণ কলকাতার ময়ূরভঞ্জ এলাকার ইউনিটটি বন্ধ করে দেওয়া হবে জানিয়েছে তারা ৷ সোমবার সংস্থার তরফে জানানো হয়েছে, প্রয়োজন না থাকাতেই আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে এই ইউনিটটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ৷
আরও পড়ুন :লকডাউনে লকআউট নোটিস কার্সিয়ঙের চা-বাগানে
সূত্রের খবর, ইউনিটটি বন্ধ করতে খুব বেশি হলে মাস দু’য়েক লাগবে ৷ সম্প্রতি একটি বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ কারণ, কর্তৃপক্ষের মনে হয়েছে, এই ইউনিটটি চালানোর আর কোনও প্রয়োজন নেই ৷ তাতে লোকসানের বোঝা আরও বাড়বে ৷ আর সেই কারণেই কঠোর পদক্ষেপ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ ৷
সংস্থার এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, কলকাতার এই ইউনিটটি চালাতে গিয়ে বছরে প্রায় 20 কোটি টাকা ক্ষতি হচ্ছিল ৷ এখানে মূলত বৈদ্য়ুতিক বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করা হত ৷ কাজ করতেন প্রায় 250 শ্রমিক ৷ কারখানা বন্ধ হয়ে গেলে তাঁরা সকলেই কর্মহীন হয়ে পড়বেন ৷ সংস্থার তরফে তাঁদের সকলকেই আগাম অবসরের সুযোগ দেওয়া হচ্ছে ৷
আরও পড়ুন :শিলিগুড়িতে চা বাগানে লকআউট, কাজ হারালেন বহু শ্রমিক
এর জন্য সংশ্লিষ্ট কর্মীদের যে টাকা দেওয়া হবে, তা জোগাড় করতে অন্তর্বর্তী বিভিন্ন উৎসের সাহায্যেই তহবিল তৈরি করা হচ্ছে ৷ এই সংস্থার এমনই একটি ইউনিট রয়েছে চেন্নাইয়ে ৷ সেটি অবশ্য এখনও চালু রয়েছে এবং আপাতত চালু থাকবে বলেই জানিয়েছে কর্তৃপক্ষ ৷ সম্প্রতি রাষ্ট্রায়ত্ত সংস্থা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের তরফে ঘোষণা করা হয়, তারা তাদের কলকাতার সদর কার্যালয়টি বন্ধ করে দেবে ৷ তার কিছুদিন কাটতে না কাটতেই কলকাতার ইউনিটটি বন্ধ করার সিদ্ধান্ত নিল অ্য়ান্ড্রিউ ইউল অ্য়ান্ড কোম্পানি ৷