পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Baguiati Unnatural Death: আবাসনের নীচ থেকে উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ ! নেপথ্যে কোন রহস্য ? - An young lady was found dead in ambagan area of baguiati

পাঁচতলার ছাদ থেকে পড়ে গিয়েই তাঁর মৃত্যু হয়েছে, নাকি তাঁকে ঠেলে ফেলে দিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ (Young lady found dead in Baguiati) ।

Etv BharatBaguiati Unnatural Death
আবাসনের নীচ থেকে উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ

By

Published : Aug 6, 2022, 2:08 PM IST

কলকাতা, 6 অগস্ট:বাগুইআটি আমবাগান এলাকায় এক মহিলার অস্বাভাবিক মৃত্যু ৷ তিতাস নন্দী নামে বছর 28-এর ওই তরুণীর দেহ উদ্ধার হয় বৃহস্পতিবার রাতে ৷ আবাসনের নিচেই পড়েছিল তাঁর রক্তাক্ত দেহ ৷ পাঁচতলার ছাদ থেকে পড়ে গিয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে অনুমান স্থানীয়দের (Police is investigating the unnatural death of a woman in Baguiati ) ৷

তাঁরা জানিয়েছেন, মাসখানেক কৌস্তব নামে এক যুবকের সঙ্গে তাঁর রেজিস্ট্রি হয় ৷ তারপর থেকেই গ্রাউন্ড ফ্লোরে ওই যুবকের সঙ্গেই থাকতেন তরুণী ৷ প্রতিনিয়ত অশান্তি হত বলে জানতে পেরেছে পুলিশ ৷ তবে পরিবারের দাবি, ওই যুবকই তাঁকে ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছে ৷

নাগেরবাজার থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠিয়েছে ৷ উপর থেকে পড়ে গিয়েই তাঁর মৃত্যু হয়েছে, নাকি কেউ তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে তার তদন্ত শুরু হয়েছে ৷ এই ঘটনায় মহিলার পরিবারের তরফে নাগেরবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে কৌস্তভকে গ্রেফতার করা হয়েছে ৷

আরও পড়ুন: আগেও ঝাড়খণ্ডের সরকার ফেলতে টাকার প্রলোভন দেখানো হয়েছে, দাবি সিআইডির

ওই আবাসনেই থাকেন তিতাসের এক মাসি ৷ তিনি জানান, গতকাল রাতেও কৌস্তভ এবং তিতাসের অশান্তি হচ্ছিল। গতকাল রাত দশটা নাগাদ তিনি অনুভব করেন কেউ ছাদে যাচ্ছেন এরপরেই বিকট শব্দ পেয়ে ঘরের বাইরে বেরোতে তিনি দেখেন কৌস্তভ ছাদ থেকে নিচে নেমে পালাচ্ছে ৷ তিনি ধরার চেষ্টা করলেও পালিয়ে যায় কৌস্তভ । তিনি কৌস্তভের শাস্তির দাবি জানান।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details