কলকাতা, 24 মে : এফআইআর দায়ের হল মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের বিরুদ্ধে । 22 মে সোশ্যাল মিডিয়ায় তথাগত রায় একটি ভুয়ো পোস্ট করেন বলে অভিযোগ । এই অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন এক ব্যক্তি ৷
সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্টের অভিযোগ, তথাগতর বিরুদ্ধে এফআইআর - তথাগত রায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের
গিরিশ পার্ক থানায় তথাগত রায়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন বিভাস রায়চৌধুরী নামে এক ব্যক্তি ৷
গিরিশ পার্ক থানায় তথাগত রায়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন বিভাস রায়চৌধুরী নামে ওই ব্যক্তি ৷ বিভাস রায়চৌধুরীর বক্তব্য, গত 22 মে তথাগত রায় এমন একটি পোস্ট করেন যাতে রাজ্যের আইনশৃঙ্খলায় প্রভাব পড়তে পারে ।
এর আগেও তথাগত রায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে । টলি অভিনেত্রী সায়নী ঘোষ জয় শ্রীরাম সংক্রান্ত একটি মন্তব্য করেন । যারপর তথাগত রায় সোশ্যাল মিডিয়ায় সায়নীকে আক্রমণ করেন । সায়নীর 2015 সালের একটি পোস্ট নিয়ে আইনি পদক্ষেপও নেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল । যার পর তথাগত রায়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন সায়নী ঘোষ ।