কলকাতা, 27 ডিসেম্বর: রাজ্য নির্বাচন কমিশন সোমবার ঘোষণা করেছে আগামী 22 জানুয়ারি রাজ্যের 4টি পৌরনিগমের নির্বাচন অনুষ্ঠিত হবে (Elections for four municipal corporations in Bengal on January 22) ৷ সেগুলি হল চন্দননগর, বিধাননগর, শিলিগুড়ি এবং আসানসোল পৌরনিগম । এই বিষয়টি নিয়ে এদিন কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় ৷
পৌর নির্বাচন সংক্রান্ত একাধিক মামলা ইতিমধ্যেই দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে ৷ তার মধ্যে একটি মামলা দায়ের করেছিলেন মৌসুমী রায় নামে এক মহিলা । সোমবার মৌসুমী রায়ের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় কলকাতা হাইকোর্টের রেজিস্টার জেনারেলকে একটি ই-মেল মারফত জানিয়েছেন, রাজ্য নির্বাচন কমিশন এদিন যেভাবে চারটি পৌরনিগমের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে তা গত 23 ডিসেম্বর হাইকোর্টে জানানো কমিশনের বক্তব্যের সঙ্গে মিলছে না ৷ কারণ নির্বাচন কমিশন সেদিন কলকাতা হাইকোর্টে জানিয়েছিল, 22 জানুয়ারি 5টি পৌরনিগমের নির্বাচন করবে তারা । কিন্তু হাওড়া পৌরনিগমকে বাদ দিয়েই এদিন নির্বাচন ঘোষণা করা হয়েছে ।