কলকাতা, 6 ডিসেম্বর : শুভেন্দু অধিকারীর সমর্থনে এবার ‘দাদার অনুগামী’ ব্যানার দেখা গেল সল্টলেকের সিএ ব্লকে । এছাড়াও শনিবার সল্টলেকের বিভিন্ন জায়গায় ‘‘আমরা দাদার অনুগামী’’ লেখা শুভেন্দুর কাটআউট দেখতে পাওয়া যায় । শুক্রবার রাতে এই পোস্টারগুলি ছিল না বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সল্টলেকে শুভেন্দু অধিকারীর সমর্থনে ব্য়ানার
তৃণমূলের সঙ্গে তমলুকের বিধায়ক শুভেন্দু অধিকারীর দূরত্ব এতটাই বেড়েছে, যে শিশির অধিকারীকে দিয়ে শুভেন্দু ঘনিষ্ঠ তৃণমূলের ব্লক সভাপতিকে সরিয়ে দিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ আর সেই পরিস্থিতিতে জেলার পর এবার খোদ শহরে শুভেন্দুর নামে ব্যানার পড়ল ৷ সল্টলেকে সিএ ব্লকে এই ব্যানারগুলি দেখা গিয়েছে ৷
আরও পড়ুন : শুভেন্দু চলে গেলে দলের কোনও ক্ষতি হবে না: অরূপ রায়
তৃণমূলের সঙ্গে তমলুকের বিধায়ক শুভেন্দু অধিকারীর দূরত্ব এতটাই বেড়েছে, যে শিশির অধিকারীকে দিয়ে শুভেন্দু ঘনিষ্ঠ তৃণমূলের ব্লক সভাপতিকে সরিয়ে দিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ আর সেই পরিস্থিতিতে জেলার পর এবার খোদ শহরে শুভেন্দুর নামে ব্যানার পড়ল ৷ সল্টলেকে সিএ ব্লকে এই ব্যানারগুলি দেখা গিয়েছে ৷ তবে কে বা কারা এই ব্যানার লাগিয়েছে তা জানা যায়নি । ব্যানারের নিচে কারও নাম উল্লেখ নেই । তবে, মনে করা হচ্ছে স্থানীয় তৃণমূল সমর্থকদের একাংশ এই ব্যানার লাগানোর পিছনে রয়েছে । অন্য়দিকে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্য়ৎ কী হবে, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ তিনি কি বিজেপিতে যাবেন? এনিয়ে বিজেপি সর্বভারতী সহ-সভাপতি মুকুল রায় জানিয়েছেন, আগামী ২-৩ দিনে শুভেন্দু অধিকারী নিয়ে জল্পনা অবসান ঘটবে ৷