কলকাতা, 19 এপ্রিল : তিনদিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah will visit Bengal next May for three days) ৷ মঙ্গলবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Bengal BJP President Sukanta Majumder) শাহী-সফরের সংবাদ দিয়েছেন ৷ তিনি জানিয়েছেন, আগামী 4 মে এই রাজ্যে আসবেন অমিত শাহ ৷ থাকবেন আগামী 6 মে পর্যন্ত ৷ উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর (Union Home Minister Amit Shah) ৷
এদিন বিজেপির রাজ্য দফতরে সকাল থেকেই দফায় দফায় সংগঠনিক বৈঠক হয় । সেই বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারর কাছে জেলা নেতৃত্ব অভিযোগ করেন সংগঠনের নানা বিষয় নিয়ে । আর দলের নানা সমস্য নিয়ে একাধিক বিষয়ে আলোচনা হয় ওই বৈঠকে ।
বিজেপির একটি সূত্র থেকে জানা গিয়েছে যে দলীয় নেতৃত্বের কাছে সুকান্ত মজুমদার বার্তা দেন, 4 মে উত্তরবঙ্গে একটি সরকারি কর্মসূচিতে যোগ দেবেন অমিত শাহ । কিন্ত 6 মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষিণবঙ্গে আসবেন । তার জন্য দক্ষিণবঙ্গের জেলা নেতৃত্বকে প্রস্ততি নিতে বলা হয়েছে ।