পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Shah to visit Sourav's Residence: শুক্রে সৌরভের বাড়ি যাচ্ছেন শাহ ! শুরু রাজনৈতিক জল্পনা - Shah to visit Souravs residence

শুক্রবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করবেন অমিত শাহ (Amit Shah to visit Sourav Ganguly's residence) ৷ সূত্র মারফৎ এই খবর প্রকাশ্যে আসার পরই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা (Amit Shah Sourav Ganguly meet) ৷

Amit Shah to visit Sourav Ganguly's residence tomorrow
শুক্রে সৌরভের বাড়ি যাচ্ছেন শাহ ! শুরু রাজনৈতিক জল্পনা

By

Published : May 5, 2022, 4:03 PM IST

Updated : May 5, 2022, 7:56 PM IST

কলকাতা, 5 মে: সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন অমিত শাহ (Amit Shah to visit Sourav Ganguly's residence)৷ সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুক্রবার সন্ধ্যায় বিসিসিআই সভাপতির বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে সৌজন্যসাক্ষাৎ করবেন ৷ এই খবর প্রকাশ্যে আসার পরই সৌরভের বিজেপিতে যোগদানের বিষয়ে ফের জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে (Amit Shah Sourav Ganguly meet)৷

শেষ মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরসূচিতে বদল হয় । শুক্রবার সন্ধ্যায় ভিক্টোরিয়ায় কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কর্মসূচি শেষ করে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের 2/6 বীরেন রায় রোড, বেহালার বাড়িতে যাবেন অমিত শাহ । বিজেপি সূত্রে জানা গিয়েছে, এটা সম্পূর্ণ সৌজন্যসাক্ষাৎ । অমিত শাহের সঙ্গে বিজেপির রাজ্যসভার প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত ও শুভেন্দু অধিকারীও সৌরভের বাড়ি যাবেন বলে খবর ৷ বিজেপি সূত্রে দাবি করা হচ্ছে, রাতে সৌরভের বাড়িতে একসঙ্গে নৈশভোজও সারবেন বিজেপি নেতারা ।

আরও পড়ুন:Amit Shah's Bengal Visit : কলকাতায় নেমেই বাংলায় শাহী-টুইট, দু'দিনের বঙ্গ সফরে ঠাসা কর্মসূচি

2021 সালের বিধানসভা নির্বাচনের আগে থেকেই সৌরভের বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা ছড়ায় । এমনকী সৌরভকে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হচ্ছে বলেও খবর রটে রাজ্য রাজনীতিতে ৷ যদিও সব জল্পনার অবসান ঘটিয়ে তিনি বিজেপিতে যোগদান করেননি । ইতিমধ্যে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে ৷ বিধানসভা নির্বাচনে ভরাডুবির একবছর পর সৌরভের বাড়িতে অমিত শাহের যাওয়া খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা বলে মনে করা হচ্ছে ।

তবে তাঁর বাড়িতে যাওয়া নিয়ে সৌরভ নিজে মুখ খোলেননি । ইতিমধ্যেই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী সৌরভের বাড়ি পরির্দশন করেছে । এমনকী রাজ্যের গোয়েন্দারাও সৌরভের বাড়ি পরির্দশন করেছে বলে খবর ।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, ভিক্টোরিয়ায় সরকারি কর্মসূচি শেষ করে অমিত শাহের বিজেপির প্রধান সদর কার্যালয়ে বা আরএসএস-এর সদর কার্যালয় কেশব ভবনে যাবেন।

আরও পড়ুন :Amit Shah's Bengal visit: সরকারের বর্ষপূর্তির দিনেই বঙ্গে শাহ, শাসক-বিরোধী কর্মসূচিতে সরগরম রাজনীতি

Last Updated : May 5, 2022, 7:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details