কলকাতা, 6 মে : কাশীপুরে বিজেপি যুব মোর্চার নেতা অর্জুন চৌরাশিয়ার পরিবারের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah meets Died BJP Leader's Family) । মৃতের পরিবারের সঙ্গে দেখা করে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে সরব হলেন তিনি ।
এদিন তিনি অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গের খুনের রাজনীতি আম ঘটনা হয়ে দাঁড়িয়েছে । কোনও রাজ্যে নির্বাচনে জয়ের পর এত খুনের ঘটনা ঘটেনি । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) সরকার রাজ্যে ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে । বিজেপি আইনের উপর ভরসা রাখে । নিহতের হয়ে আইনি লড়াই লড়বে তাঁর দল । যতক্ষণ পর্যন্ত এই পরিবার সুবিচার না পায়, ততক্ষণ পর্যন্ত বিজেপি তাদের পাশে থাকবে ।
তিনি আরও জানান, তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সরকারের পরম্পরা হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক হত্যা এবং প্রতিহিংসার লক্ষ্যে খুন । বাংলার এমন কোনও প্রান্ত নেই যেখানে রাজনৈতিক প্রতিহিংসার থেকে খুনের ঘটনা ঘটেনি । তিনি অভিযোগ করেন, এই সরকারের আমলে বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের বেছে বেছে খুনের ঘটনার ভুরি ভুরি উদাহরণ রয়েছে । ভারতীয় জনতা পার্টি এভাবে খুন ও প্রতিহিংসার রাজনীতি কড়া নিন্দা করছে (Amit Shah Slams Mamata Banerjee Government on Political Murder Issue) ।