কলকাতা, 27 অগস্ট: এবার শহরের অন্যতম জনপ্রিয় সন্তোষ মিত্র স্কয়ারের দুর্গা পুজোর উদ্বোধন করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah May come Kolkata During Durga Puja) । সবকিছু ঠিকঠাক থাকলে দুর্গা পুজোর সময় কলকাতায় আসতে পারেন অমিত শাহ (Union Home Minister Amit Shah) ।
করোনা অতিমারির জেরে গত দু'বছর বাঙালির সবচেয়ে বড় উৎসব বড় আকারে সেভাবে পালন করা যায়নি । এবছর করোনা সংক্রমণের প্রকোপ প্রায় নেই বললেই চলে ৷ তাই স্বাভাবিকভাবেই পুজোর উদ্যোক্তারা এবার কোমর বাঁধছেন পুজোয় চমক দিতে ৷ উত্তর কলকাতা তো বটেই কলকাতার অন্যতম বড় পুজো বলে পরিচিত সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজো (Durga Puja of Santosh Mitra Square) ৷ এই পুজোর অন্যতম উদ্যোক্তা বিজেপি নেতা সজল ঘোষ (BJP Leader Sajal Ghosh) ৷