কলকাতা, 18 সেপ্টেম্বর : দুর্গাপুজোর উদ্বোধন করতে কলকাতায় আসছেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ । 1 অক্টোবর দু’দিনের সফরে রাজ্যে আসবেন তিনি । মঙ্গলবার BJP-র রাজ্য দপ্তরে কৈলাস বিজয়বর্গীয়র নেতৃত্বে একটি বৈঠক হয় । বৈঠকে অমিত শাহের সফর নিয়ে আলোচনা হয় ৷ দু'দিনের সফরে BJP-র সর্বভারতীয় সভাপতি কর্মসূচি চূড়ান্ত করার পর বিষয়টি অমিত শাহের দপ্তরে পাঠানো হয়েছে ।
পুজো উদ্বোধনে 1 অক্টোবর কলকাতায় অমিত শাহ - কলকাতায় অমিত শাহ
দুর্গাপুজোর উদ্বোধনে কলকাতা আসছেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ দু'দিনের সফরে 1 অক্টোবর তিনি কলকাতায় পৌঁছাবেন ৷
BJP সূত্রে জানা গেছে, লেক টেরেস ফ্রেন্ডস ক্লাবের ইউনিট ফ্রেন্ডস ইউনিয়নের পুজো উদ্বোধন করতে রাজ্যে আসবেন অমিত শাহ । ক্লাবের সম্পাদক শুভ্রশংকর বোস অমিত শাহকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান । সেই আবেদনে সাড়া দিয়েই রাজ্য সফরে আসছেন BJP-র সর্বভারতীয় সভাপতি ।
জানা গেছে, দুর্গাপুজোর উদ্বোধনের পাশাপাশি NRC নিয়ে একটি আলোচনা সভাতেও যোগ দেবেন BJP-র সর্বভারতীয় সভাপতি । করতে পারেন সাংগঠনিক বৈঠকও । সম্প্রতি BJP-র সাংগঠনিক নির্বাচন শুরু হয়েছে । আগামী ডিসেম্বর পর্যন্ত সেই নির্বাচন চলবে । মূলত সংগঠন কী ভাবে চলছে এবং আগামী দিনে কোন পথে চলবে, তা নিয়েই রাজ্যের নেতাদের সঙ্গে ওই বৈঠক করবেন অমিত শাহ ।