কলকাতা, 1 মার্চ : দলীয় কর্মীদের চাঙ্গা করতে আজ শহরে অমিত শাহ ৷ শহিদ মিনারে দলীয় সভা থেকে বক্তব্য রাখবেন BJP নেতা অমিত শাহ ও BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ।
- রাজারহাটে NSG-র নতুন ভবনের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তিনি বলেন, NSG-র জন্যই দেশের মানুষ নিজেদের সুরক্ষিত মনে করে । তাদের জন্য দেশবাসী গর্বিত ।
- জঙ্গি মোকাবিলায় NSG বিশ্বের থেকে দুই কদম এগিয়ে । প্রথম থেকেই দেশের সুরক্ষায় তারা অভূতপূর্ব কাজ করে চলেছে ।
- সার্জিকাল স্ট্রাইক, বালাকোট বিমান হানার প্রসঙ্গও তুলে ধরেন অমিত শাহ । সন্ত্রাস মোকাবিলায় কেন্দ্র জ়িরো টলারেন্স নীতি নিয়েছে বলেও মন্তব্য করেন ।
আজ সকাল 11 টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন অমিত শাহ ৷ এখান থেকে বেরিয়ে NSG-র কর্মসূচিতে অংশ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । দুপুর 2.30 নাগাদ ধর্মতলায় শহিদ মিনার ময়দানে দলীয় কর্মসূচিতে আসবেন তিনি ৷ সভা শেষে 3.45 নাগাদ কালীঘাটের মন্দিরের দিকে রওনা দেবেন অমিত শাহ ৷ সেখান থেকে যাবেন রাজারহাটের এক বেসরকারি বহুজাতিক হোটেলে ৷ বিকেল সাড়ে পাঁচটা নাগাদ রাজ্য কমিটি, জেলা সভাপতি, সাংসদ, বিধায়কসহ অন্যান্য রাজ্যস্তরের শীর্ষনেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি ৷ রাতেই ফিরে যাবেন দিল্লিতে ৷