কলকাতা,10 ফেব্রুয়ারি : কিছুদিন আগে বাজেট বক্তৃতার একঘেয়েমি কাটাতে কবিতার আশ্রয় নিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । সেই পথেই হাঁটলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র ৷ তবে তাঁর বাজেট বক্তব্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীর তুলনায় অনেক ছোটো ছিল ৷
"বাংলা হোক সোনার চেয়েও খাঁটি",মমতার কবিতায় বাজেট শেষ অমিতের - মমতার কবিতা বাজেটে
এই দেশের বক্তৃতার মাঝে কবিতার চল বহুদিনের ৷ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি বক্তৃতার মাঝে কবিতার ব্যবহার করতেন ৷ প্রণব মুখোপাধ্যায়কেও কবিতা ব্যবহার করতে দেখা গেছে৷ বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবছর বাজেট বক্তৃতার সময় একাধিক কবিতা পাঠ করেছেন ৷ সেই পথেই হাঁটলেন অমিত মিত্র ৷
বাজেট পাঠ করার সময় একাধিকবার মুখ্যমন্ত্রীর প্রশংসা করেন অমিত মিত্র ৷ শেষ করার সময় মুখ্যমন্ত্রীর কবিতাবিতান নামে বইমেলায় সদ্য প্রকাশিত বইয়ে সোনার বাংলা কবিতার উল্লেখ করেন তিনি । পড়তে শুরু করেন, "সভ্যতার এই পীঠস্থানে আমরা জ্বালাব দীপ/ নূতন করে বাংলায় জ্বলুক সভ্যতার প্রদীপ…। এই মাটিতেই গড়ব মোরা উন্নয়নের ঘাঁটি,/আমাদের এই বাংলা হোক সোনার চেয়েও খাঁটি।" এই কবিতা পড়ামাত্র শাসকদলের বিধায়করা প্রশংসা করেন অমিত মিত্রর ৷ এদিকে বাজেটের শেষে মুখ্যমন্ত্রীও অমিত মিত্রের প্রশংসা করেন ৷ তাঁকে দেশের শ্রেষ্ঠ অর্থমন্ত্রী বলে উল্লেখ করেন তিনি ৷রাজ্যের উন্নয়ন, সাফল্য, বিভিন্ন খাতে বিনোয়োগের পিছনে অনুপ্রেরণা হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করেন অমিত মিত্র ৷
এই দেশে বক্তৃতার মাঝে কবিতা ব্যবহারের চল বহুদিনের । প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ি বক্তৃতা দেওয়ার সময় প্রায়ই স্বরচিত কবিতা পাঠ করতেন । প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রাক্তন প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী মনমোহন সিং বা বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রায়ই সবাই বক্তৃতায় কবিতা ব্যবহার করেন ।