কলকাতা, 1 ফেব্রুয়ারি : "বাজেটের আগে ভারতীয় অর্থনীতি ছিল ICU-তে, বাজেটের পর তা ভেন্টিলেশন ইউনিটে পৌঁছল," বললেন রাজ্য়ের অর্থমন্ত্রী অমিত মিত্র ৷
অর্থনীতি ছিল ICU-তে, এবার ভেন্টিলেশনে গেল : অমিত মিত্র
এতদিন ভারতের অর্থনীতি ICU-তে ছিল । বাজেট পেশের পর তা ভেন্টিলেশনে চলে গেল । জনবিরোধী, ভিত্তিহীন বাজেট এটা । কর্মসংস্থান নিয়ে বাজেটে কোনও উল্লেখ নেই । শুধু LIC ও রেলকে বেসরকারিকরণের কথা বলে হয়েছে । মন্তব্য অমিত মিত্রের ।
প্রসঙ্গত, আজ সংসদে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ কর ছাড়-সহ একাধিক সংস্কারের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷ যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিলেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী ৷ বলেন, "সব দিক থেকে এই বাজেট সাধারণ মানুষের বিরোধী ৷" কটাক্ষের সুরে বলেন, "বাজেটে কোথাও চিন্তার ছাপ নেই, করতে হবে তাই করা৷ অর্থনীতি যে ভিতগুলির উপর দাঁড়িয়ে থাকে সেই জায়গাগুলিকেই অবহেলা করা হয়েছে৷ "
অমিত মিত্র মনে করিয়ে দেন, "বর্তমান বাজেট যখন ঘোষণা হল তখন দেশের GDP গত 11 বছরে সর্বনিম্ন৷" বিনিয়োগ, বেকারত্ব ইত্য়াদির সাম্প্রতিক পরিসংখ্যান টেনে বলেন, "এই বিষয়গুলি গুরুত্বপূর্ণ কিন্তু তা নিয়ে একটি কথা বলা হল না বাজেটে ৷"