কলকাতা, 21 এপ্রিল : খাতায়-কলমে রাজ্যের একটা সফল শিল্প সম্মেলন শেষ হল বৃহস্পতিবার (Bengal Global Business Summit 2022) । মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) থাকলেও এই সাফল্য যাঁর অক্লান্ত পরিশ্রমের জন্য এসেছে, তিনি মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক মুখ্য উপদেষ্টা অমিত মিত্র (Bengal CMs Chief Economic Adviser Amit Mitra) ।
অসুস্থতার জন্য করোনাকালে মন্ত্রিত্ব ছেড়েছেন । স্বেচ্ছায় ভোটে দাঁড়াননি তিনি । কিন্তু সেই তিনি দু’দিনের শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রীর পাশে ফ্রন্টলাইনার হয়ে দাঁড়ালেন । মঞ্চে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থাকলেও তাঁদের উপস্থিতি যেন শুধুই নামকে ওয়াস্তে । অমিত মিত্রের অমিত দ্যুতিতে এই সম্মেলনে হারিয়েই গেলেন দুই মন্ত্রী ।
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে শুরু থেকে শেষ পর্যন্ত কখনও ঘোষকের ভূমিকা, আবার কখনও নির্দেশকের ভূমিকায় দেখা গেল তাঁকে । কোথাও তিনি কেনিয়ার রাষ্ট্রদূতকে বলছেন, ‘‘রাজ্যে পর্যটন শিল্পে তাঁদের দেশের কায়দায় সাফারি চালু করা যায় কি না এ বিষয়ে অভিজ্ঞতা শেয়ার করতে । আবার কখনও তাঁর পুরনো বন্ধু ফিকির চেয়ারম্যানকে রাজ্যের প্রাপ্তির কথা জানানোর জন্য বলছেন ।’’