কলকাতা, 26 অগস্ট: আবারও মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ও তাঁর সরকারের বিরুদ্ধে সরব হলেন বিজেপি-র আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya) ৷ শুক্রবার সকালে একটি টুইট (Amit Malviya Tweet) করেন তিনি ৷ সেই টুইটে সরাসরি নিশানা করেন মমতাকে ৷ বারোয়ারি দুর্গাপুজোর জন্য এবার ক্লাবপিছু 60 হাজার টাকার অনুদান ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ যা নিয়ে ইতিমধ্যেই নানা মহলে বিতর্ক শুরু হয়েছে ৷ সেই ইস্যু তুলেই মমতাকে বিঁধেছেন অমিত ৷ টেনে এনেছেন ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) প্রসঙ্গ ৷
এদিন অমিত তাঁর টুইটার অ্যাকাউন্টে সংশ্লিষ্ট যে পোস্টটি করেছেন, তাতে বাংলায় লেখা হয়েছে, "মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চোরের সরকার ৷ তাঁর হাতে ভোট পরবর্তী হিংসার রক্ত লেগে আছে ৷ বহু মহিলার সম্ভ্রমহানির অভিশাপ রয়েছে ৷ মমতাদেবীর দূষিত হাতের দান (প্রতি ক্লাবে 60 হাজার) মা দুর্গা গ্রহণ করবেন কি ? আসুরিক শক্তি বিনাশকারী মা দুর্গা মুখ্যমন্ত্রীর অর্ঘ্য ফিরিয়ে দেবেন নিশ্চিত ৷"
আরও পড়ুন:পার্থ-কাণ্ডে মুখ্যমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলল বিজেপি, বাংলাদেশ যোগ পাচ্ছেন দিলীপ
উল্লেখ্য, এর আগেও দুর্গাপুজোয় ক্লাবগুলিকে অনুদান দিয়েছে রাজ্য সরকার ৷ গত বছর সেই অনুদানের পরিমাণ ছিল ক্লাব প্রতি 50 হাজার টাকা ৷ এবছর তা আরও 10 হাজার টাকা বাড়ানো হয়েছে ৷ সেইসঙ্গে, পুজোর মণ্ডপে ব্যবহৃত বিদ্যুতের বিলেও বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে ৷ এদিকে, বকেয়া ডিএ নিয়ে আবারও কাঠগড়ায় তোলা হচ্ছে রাজ্যকে ৷ উপরন্তু, মমতা বন্দ্যোপাধ্য়ায় নিজে বহুবার দাবি করেছেন, টাকার অভাবে উন্নয়নের কাজ ঠিক মতো করা যাচ্ছে না ৷ কেন্দ্রের বিরুদ্ধেও বকেয়া টাকা না মেটানোর অভিযোগ তোলা হয়েছে ৷ যার জেরে 100 দিনের কাজের মতো একাধিক জনকল্যাণমুখী প্রকল্প চালাতে সমস্যা হচ্ছে বলে রাজ্য়ের তরফে দাবি করা হয়েছে ৷
এই প্রেক্ষাপটে ক্লাবগুলিকে 60 হাজার অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সরকারকে সমালোচনার মুখে পড়তে হয়েছে ৷ এমনকী, এ নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলাও (PIL) রুজু করা হয়েছে ৷ প্রসঙ্গত, এবছর 3 হাজারের কিছু বেশি ক্লাবকে 60 হাজার টাকা করে অনুদান দেওয়া হবে ৷ অর্থাৎ, অনুদানবাবদ রাজ্যের খরচ হবে অন্তত 18 কোটি টাকা ৷
প্রসঙ্গত, এর আগেও বহুবার অমিত নানা ইস্যুতে পশ্চিমবঙ্গ সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করেছেন ৷ রাজ্য়ের শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) এবং গরুপাচার কাণ্ড (West Bengal Cattle Smuggling Case) নিয়েও সম্প্রতি টুইটারে সরব হয়েছেন অমিত ৷