পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

BJP slams Mamata: পার্থ-কাণ্ডে মুখ্যমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলল বিজেপি, বাংলাদেশ যোগ পাচ্ছেন দিলীপ - এসএসসি দুর্নীতি

পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Charterjee) গ্রেফতারি ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে পাহাড়-প্রমাণ নগদ উদ্ধারের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও কেন নীরব, তা নিয়ে প্রশ্ন তুলল বিজেপি (BJP slams Mamata)৷ এর সঙ্গে বাংলাদেশ যোগ থাকার ইঙ্গিত দিয়েছেন দিলীপ ঘোষ (Amit Malviya questions Mamata Banerjee's silence)৷

Amit Malviya questions Mamata Banerjee's silence over Partha Charterjee's arrest, Dilip Ghosh finds Bangladesh link
পার্থ-কাণ্ডে মুখ্যমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলল বিজেপি, বাংলাদেশ যোগ পাচ্ছেন দিলীপ

By

Published : Jul 24, 2022, 10:54 AM IST

কলকাতা, 24 জুলাই: শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Charterjee) গ্রেফতারিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীরবতা নিয়ে প্রশ্ন তুলল বিজেপি (BJP slams Mamata)৷ পার্থর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার নিয়েও তৃণমূল সুপ্রিমো মুখ না খোলায় কটাক্ষ করেছেন বিজেপি নেতা অমিত মালব্য (Amit Malviya questions Mamata Banerjee's silence)৷ এ দিকে, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি গোটা ঘটনার সঙ্গে বাংলাদেশের যোগ থাকার ইঙ্গিত দিয়েছেন ৷

এসএসসি দুর্নীতি (SSC Recruitment Case) মামলার তদন্তে নেমে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে 21 কোটি টাকা উদ্ধারের ঘটনার পর থেকে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে ৷ এই ঘটনা তীব্র অস্বস্তিতে ফেলে দিয়েছে শাসক দলকে ৷ এর থেকে দায় ঝেড়ে ফেলে তৃণমূল সাফ জানিয়ে দিয়েছে যে, কেউ দোষী প্রমাণিত হলে দল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে ৷ যদিও এই কথায় ভুলছে না বিরোধীরা ৷ এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দাবি করেছে পদ্ম শিবির ৷ বিজেপি নেতা অমিত মালব্য অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হওয়া নগদের ছবি টুইট করে লিখেছেন, "তাঁর আস্থাভাজন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগীর গ্রেফতার ও তাঁর বাসভবন থেকে পাহাড়-প্রমাণ নগদ উদ্ধার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীরবতা থেকে মনে হচ্ছে তিনি বধির হয়ে গিয়েছেন । তিনি নিশ্চয়ই নিজে চিৎকার করছেন, তাঁর অনিয়ন্ত্রিত অহংকারের জন্য চিৎকার করছেন, কারণ তাঁর খলনায়িকার সাম্রাজ্য ভেঙে পড়তে শুরু করেছে…"

আরও পড়ুন:কেন পার্থ এসএসকেএম-এ ? রাতেই হাইকোর্টের দ্বারস্থ ইডি

পার্থ চট্টোপাধ্যায়ের দুই ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় ও মোনালিসা দাসের নাম নিয়ে শোরগোলের মাঝেই এর পেছনে নতুন সন্দেহ উসকে দিয়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)৷ তাঁর দাবি, এসএসসি দুর্নীতির শিকড় অনেক গভীরে ৷ দিলীপ টুইটে লিখেছেন, "অর্পিতা মুখার্জির নামে 3টি ফ্ল্যাট ও 21কোটি টাকা পাওয়া গেছে ৷ অপরদিকে অধ্যাপিকা মোনালিসা দাসের নামে 10টি ফ্ল্যাট রয়েছে শান্তিনিকেতনে ৷ অধ্যাপিকা বারবার বাংলাদেশে যান, সেখানে একাধিক মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ ৷ আবার অর্পিতার ঘর থেকে উদ্ধার হয় বঙ্গবন্ধুর ছবি দেওয়া ব্যাগ ৷ এই এসএসসি দুর্নীতির শিকড় বহু গভীরে ছড়িয়ে আছে ৷ আশ্চর্য হব না যদি দেখি দুর্নীতির টাকা জেহাদি পুষতে খরচ হয়েছে বা হাওলায় বাংলাদেশ গেছে ৷"

আরও পড়ুন:অর্পিতার সর্বশেষ ফেসবুক পোস্ট কি ইচ্ছাকৃত, নাকি কাকতালীয় !

ABOUT THE AUTHOR

...view details