কলকাতা, 6 ডিসেম্বর : প্রত্যাশা জাগিয়েও বিধানসভা নির্বাচনে আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি ৷ কিন্তু প্রচারের কাজে কর্মীদের উৎসাহে কখনও খামতি ধরা পড়েনি সেই সময় ৷ অথচ কলকাতা পৌরনিগমের ভোটে সেই ছবিই একেবারে উল্টে গিয়েছে ৷ যা নিয়ে দলের নেতারা ধমক খেলেন বঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্যর কাছে ৷ গেরুয়া শিবিরের আইটি সেলের প্রধান সরাসরি নেতাদের বললেন, ‘‘নির্বাচনের আগেই আপনারা হেরে বসে আছেন (Amit Malviya criticises BJP leaders for failing to campaign in KMC Election 2021) ।’’
আগামী 19 ডিসেম্বর কলকাতা পৌরনিগমের নির্বাচন (KMC Election 2021) ৷ সেই নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকাও ঘোষণা করা হয়ে গিয়েছে ৷ সোমবার কলকাতায় মুরলিধর সেন লেনের কার্যালয়ে ছিল বিজেপির কোর কমিটির বৈঠক ৷ সেখানেই অমিত মালব্যর কাছে কলকাতায় ওয়ার্ডে ওয়ার্ডে বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতারা ধমক খান বলে খবর ৷ যদিও এই নিয়ে প্রকাশ্যে কেউ মুখ খুলতে নারাজ ৷
বিজেপির একটি সূত্র থেকে জানা গিয়েছে, বৈঠকে নেতাদের উদ্দেশ্যে অমিত মালব্য বলেছেন, ‘‘বিজেপির অধিকাংশ জায়গায় কোনও প্রচার হচ্ছে না । বহু জায়গায় প্রার্থীরা প্রচারে করতে কোনও লোক পাচ্ছেন না ।’’