কলকাতা, 29 জুন : শিকড়ের টানে বাংলায় 1 হাজার অক্সিজেন কনসেনট্রেটর পাঠালেন প্রবাসী বাঙালি । আমেরিকার বসবাসকারী ড. প্রদীপ ঘোষ স্বদেশের করোনা রোগীদের সেবায় অক্সিজেন কনসেনট্রেটর পাঠানো ছাড়াও একটি সেবা প্রতিষ্ঠানও গড়তে চান ৷
রামকৃষ্ণ মিশনের কৃতী ছাত্র অর্থনীতিবিদ ড. প্রদীপ ঘোষের পাঠানো 1 হাজার অক্সিজেন কনসেনট্রেটরের মধ্যে 350টি দেওয়া হয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতরকে । মঙ্গলবার নিউটাউনে একটি অনুষ্ঠানে রাজ্যের নবনির্বাচিত বিধায়কদের হাতে তুলে দেওয়া হয় কনসেনট্রেটরগুলি । এছাড়াও প্রদীপবাবু বিধাননগর কমিশনারেটের আওতাধীন নিউটাউনের টেকনোসিটি থানা, ইকোপার্ক থানা ও নিউটাউন থানায় 20টি অক্সিজেন কনসেনট্রেটর দান করেছেন । রাজারহাটে তৈরি হওয়া দশটি সেফ হোমের জন্য মন্ত্রী সুজিত বসু ও বিধায়ক অদিতি মুন্সির হাতে তুলে দেওয়া হয় 80টি কনসেনট্রেটর । বাকি অক্সিজেন কনসেনট্রেটরগুলিও সময় মতো দান করা হবে ৷