পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

CS on Amartya Sen: অমর্ত্য সেন বঙ্গবিভূষণ প্রত্যাখ্যান করেননি, ভুল প্রচার হচ্ছে: মুখ্যসচিব

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Amartya Sen did not reject Banga Bibhushan) বঙ্গবিভূষণ প্রত্যাখ্যান করেননি (CS on Amartya Sen)৷ ভুল প্রচার হচ্ছে ৷ এমনই দাবি করলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Hari Krishna Dwivedi)৷

Amartya Sen did not reject Banga Bibhushan, claims Hari Krishna Dwivedi
অমর্ত্য সেন বঙ্গবিভূষণ প্রত্যাখ্যান করেননি, ভুল প্রচার হচ্ছে: মুখ্যসচিব

By

Published : Jul 25, 2022, 4:41 PM IST

Updated : Jul 25, 2022, 7:00 PM IST

কলকাতা, 25 জুলাই: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বঙ্গবিভূষণ প্রত্যাখ্যান করেননি (CS on Amartya Sen)৷ এটা ভুল খবর প্রচার করা হচ্ছে ৷ রাজ্য সরকারের বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ সম্মাননা প্রদান অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে এমনই দাবি করলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Amartya Sen did not reject Banga Bibhushan)৷ তিনি (Hari Krishna Dwivedi) বলেন, "অমর্ত্য সেনের সঙ্গে আমরা 13 জুলাই যোগাযোগ করেছিলাম । তিনি থাকছেন না ৷ তিনি নিজেই অনুরোধ করেছিলেন যে, এ বছর যেন অন্য কোনও যোগ্য ব্যক্তিকেই সম্মান দেওয়া হয় । বঙ্গবিভূষণ প্রত্যাখ্যান নিয়ে ভুল খবর প্রচার করা হচ্ছে ।"

আগেই জানা গিয়েছিল যে, বঙ্গবিভূষণ সম্মান নিচ্ছেন না অমর্ত্য সেন ৷ নোবেলজয়ী অর্থনীতিবিদের পরিবারের তরফে এমনটাই জানানো হয় (Amartya Sen not Taking State Governments Banga Bibhushan Award) ৷ তবে, পরিবারের তরফে সরাসরি এ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি ৷

এ বছর রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে ‘বঙ্গবিভূষণ’ সম্মানে সম্মানিত করার কথা ঘোষণা করা হয়েছিল ৷ সেই মতো তাঁকে রাজ্য সরকারের তরফে চিঠি দিয়ে আমন্ত্রণও জানানো হয় ৷ কিন্তু, প্রবীণ এই অর্থনীতিবিদের পরিবারের তরফে দুদিন আগেই জানানো হয়, তিনি রাজ্য সরকারের দেওয়া এই সম্মান নেবেন না ৷ তাঁর সিদ্ধান্ত তিনি বঙ্গবিভূষণ প্রদানকারী কমিটিকে জানিয়েছেন বলে খবর মেলে ৷

আরও পড়ুন:বঙ্গবিভূষণ সম্মান নিচ্ছেন না নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন

দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারির পর সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেছিলেন, বঙ্গবিভূষণ সম্মান সকলের প্রত্যাখান করা উচিত ৷ তার 24 ঘণ্টার মধ্যে নোবেলজয়ী অর্থনীতিবিদের বঙ্গবিভূষণ না নেওয়ার সিদ্ধান্তে শোরগোল পড়ে যায় রাজ্যজুড়ে ৷ অনেকেই বলতে শুরু করেন যে তিনি প্রতিবাদ স্বরূপ প্রত্যাখ্যান করেছেন বঙ্গবিভূষণ পুরস্কার ৷ তবে এ দিন রাজ্য সরকারের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, এই তথ্য সঠিক নয় ৷ নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বঙ্গবিভূষণ প্রত্যাখ্যান করেননি ৷

Last Updated : Jul 25, 2022, 7:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details