কলকাতা, 28 ডিসেম্বর: কেন্দ্রীয় সরকারের সঙ্গে সহমত পোষণ করেন না বলেই অমর্ত্য সেনের সমালোচনায় সরব বিজেপি। শান্তিনিকেতনে অমর্ত্য সেনের বাড়ি বিতর্ক নিয়ে সোমবার এই প্রতিক্রিয়াই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন রয়েছেন বোলপুরে। সেখানেই তিনি এই কথা বলেন।
অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ির একাংশ বিশ্বভারতীর সম্পত্তি বলে অভিযোগ তোলা হয়। তা কেন্দ্রীয় শাসক দলের একাংশ তুলছে বলে অভিযোগ। এই বিষয়টি সামনে আসতেই সরব হন মমতা। সংবাদমাধ্যমের সামনে এই কারণে অমর্ত্য সেনের কাছে ক্ষমা চেয়ে নেন। পরে চিঠি লেখেন। চিঠিতে অমর্ত্য সেনের পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি নাম না করে সমালোচনা করেন বিজেপি ও সংঘ পরিবারের।
সোমবার মুখ্যমন্ত্রীর চিঠির উত্তর দেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তা নিয়ে প্রতিক্রিয়া চাওয়া হলে মুখ্যমন্ত্রী বলেন, "কেন্দ্রীয় সরকারের সঙ্গে সহমত পোষণ করেন না বলেই অমর্ত্য সেনের সমালোচনা হয়। এটা একেবারেই গ্রহণযোগ্য নয়। ঠিক যেভাবে আমার রাজনৈতিক মতাদর্শের জন্য আমাকে করা হয়।"
আরও পড়ুন:"আপনার দৃঢ় কণ্ঠ আমার শক্তির উৎস", মুখ্যমন্ত্রীকে চিঠি অমর্ত্য সেনের
এদিকে মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ লিখেছেন, যখন কেউ কোনও কারণে আক্রান্ত হন, তখনই যে মুখ্যমন্ত্রী তাঁদের পাশে দাঁড়ান, সেটা তিনি এই চিঠি পেয়ে বুঝেছেন। তাই বিষয়টি তাঁর মন ছুঁয়ে গিয়েছে। পাশাপাশি তিনি লিখেছেন, "আপনার শক্তিশালী কণ্ঠ, আর ঠিক কী হচ্ছে, তা নিয়ে যা আপনি বুঝছেন, তা আমাকে শক্তি দিল।"