পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রাজ্য-রাজ্যপাল সংঘাত অবাঞ্ছিত এবং দুর্ভাগ্যজনক : অমল মুখোপাধ্যায়

রাজ্যপালকে সাংবিধানিক বিধি লঙ্ঘন করতে বাধ্য করেছে রাজ্য সরকার । এই সংঘাত অবাঞ্ছিত এবং দুর্ভাগ্যজনক । মত রাজনৈতিক বিশ্লেষক অমল মুখোপাধ্যায়ের ।

state government and governor clash
state government and governor clash

By

Published : Oct 29, 2020, 6:07 PM IST

Updated : Oct 29, 2020, 6:14 PM IST

কলকাতা, 29 অক্টোবর : রাজ্যপাল এবং রাজ্য সরকারের এই ক্রমাগত সংঘাত অবাঞ্ছিত, দুর্ভাগ্যজনক এবং রাজ্যের পক্ষে সামগ্রিকভাবে ক্ষতিকর । এমনটাই মত বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অমল মুখোপাধ্যায়ের ।

তিনি বলেন, "রাজ্যপালের সাংবাদিক সম্মেলন বাঞ্ছিত নয় কারণ প্রথা অনুযায়ী রাজ্যপাল সাধারণত সাংবাদিকদের মুখোমুখি হন না । কিন্তু বাধ্য় হয়েই এই সাংবিধানিক বিধি লঙ্ঘন করেছেন রাজ্যপাল ।"

অমল মুখোপাধ্যায়

তিনি আরও বলেন, "এটা নিশ্চয় সাংবিধানিক প্রথা লঙ্ঘন । কিন্তু, এটাও ঠিক গত এক বছর ধরে রাজ্য সরকার রাজ্যপালের সঙ্গে কোনও সহযোগিতা করেনি । ভারতীয় সংবিধানের 167(2) ধারা অনুযায়ী রাজ্যপালের কিছু বিশেষ অধিকার আছে । তিনি রাজ্যের কোনও পরিস্থিতি নিয়ে রাজ্যের কাছে কোনও তথ্য চাইতেই পারেন । এছাড়া কোনও ইশু নিয়ে রাজ্যকে সতর্ক করে দেওয়াও তাঁর অধিকারের মধ্যেই পরে ।" তাঁর কথায়, "সংবিধানের সেই একই ধারা অনুযায়ী মুখ্যমন্ত্রীরও দায়িত্ব -রাজ্যপালের সঙ্গে এই দুটি বিষয়ে সহযোগিতা করা যা তিনি করেননি । সেই হিসেবে মুখ্যমন্ত্রী নিজেও সংবিধানের 167(2) ধারা লঙ্ঘন করেছেন । আর রাজ্যপাল আজ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে কথাগুলি সাংবাদিক বৈঠকে বলেছেন সেই কথাগুলি কতটা সত্য তা রাজ্যের মানুষ জানেন ।"

তাঁর মতে, সরকার ও রাজ্যপালের এই প্রতিনিয়ত সংঘাত একেবারেই কাম্য নয় এবং এই সংঘাত যদি চলতে থাকে তাহলে আগামী নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলার মারাত্মক অবনতি হবে । উন্নয়ন নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তাঁর অভিযোগ, "গত 10 বছরে রাজ্যে কিছু প্রকৃত উন্নয়ন হয়নি । কিছু রাস্তা সাজানো হয়েছে ঠিকই কিন্তু কোনও শিল্প আসেনি । তাই কোনও বেকারের চাকরি হয়নি ।"

Last Updated : Oct 29, 2020, 6:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details