পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

COVID Resurge in WB: করোনা সংক্রমণ বাড়লেও এখনই বন্ধ হচ্ছে না স্কুল-কলেজ, জানালেন শিক্ষামন্ত্রী - Kolkata Corona News

করোনা সংক্রমণের গ্রাফ উর্ধ্বমুখী হলেও, এখনই স্কুল-কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ হচ্ছে না বলে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Although Corona Infection has Increased But Schools and Colleges will Remain Open) ৷ কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির একটি বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে ৷

Although Corona Infection has Increased But Schools and Colleges will Remain Open
Although Corona Infection has Increased But Schools and Colleges will Remain Open

By

Published : Jul 9, 2022, 11:00 AM IST

কলকাতা, 9 জুলাই: দীর্ঘ দেড় মাস গরমের জন্য বন্ধ থাকার পর, আবারও খুলেছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ৷ আর তার মধ্যেই গোদের উপর বিষফোঁড়া হয়েছে উর্ধ্বমুখী করোনা সংক্রমণ ৷ এই পরিস্থিতিতে স্কুল, কলেজ-সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি চালু রাখা নিয়ে শুক্রবার বৈঠকে বসে শিক্ষা দফতর ৷ বৈঠকের পর সরকারের তরফে জানিয়ে দেওয়া হল, এখনই বন্ধ হচ্ছে না স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলি (Although Corona Infection has Increased But Schools and Colleges will Remain Open) ৷ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu) এ কথা জানিয়েছেন ৷

রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে নিয়ে একটি বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ সেখানেই তিনি জানান, সংক্রমণ বাড়লেও এখনই স্কুল, কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ করা হচ্ছে না ৷ এই পরিস্থিতিতে স্বাস্থ্য দফতরের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় রেখে শিক্ষ দফতর এগোচ্ছে বলে জানান তিনি ৷

আরও পড়ুন:Corona Update in Bengal: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত 2 হাজার 950, মৃত 3

তবে, এ দিন তৃণমূলের অস্থায়ী দফতরে 21 জুলাই নিয়ে বৈঠকে বসেছিলেন ব্রাত্য বসু ৷ সেখানেই করোনা সংক্রমণের প্রকোপ বৃদ্ধির কারণে, স্কুল-সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ করা নিয়েও আলোচনা হয় ৷ যেখানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি প্রফেসরস অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষ্ণকলি বসু ৷ এবিএসজিসিটিএ-র সদস্য অধ্যাপক শিবরঞ্জন চট্টোপাধ্যায়, অধ্যাপক স্বপন সরকার এবং ডক্টর রথীন বন্দ্যোপাধ্যায় ৷ যেখানে ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি প্রফেসরস অ্যাসোসিয়েশনের সহযোগী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করল অল বেঙ্গল স্টেট গভর্নমেন্ট কলেজ টিচার্স অ্যাসোসিয়েশন ৷ সেখানেই ব্রাত্য বসু জানান, সংক্রমণ বাড়লেও, এখনই বন্ধ হচ্ছে না রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ৷

ABOUT THE AUTHOR

...view details