পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jun 19, 2022, 7:07 PM IST

ETV Bharat / city

KMC Water Illegal Use : কলকাতা পৌরনিগমের পানীয় জলের বেআইনি ব্যবহারের অভিযোগ, আইন তৈরির আশ্বাস মেয়রের

কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) মাসিক অধিবেশনে 103 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নন্দিতা রায় পরিশ্রুত পানীয় জলের বেআইনিভাবে ব্যবহারের অভিযোগ করেন ৷ সমস্যার সমাধানের প্রস্তাব দেন ৷ নির্দিষ্ট অভিযোগ এলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Kolkata Mayor Firhad Hakim) ৷

allegations-of-illegal-use-of-kmc-drinking-water-by-cpim-councilor
KMC Water Illegal Use : পৌরনিগমের পানীয় জলের বেআইনি ব্যবহারের অভিযোগ, আইন তৈরির আশ্বাস মেয়রের

কলকাতা, 19 জুন : কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) পরিশ্রুত পানীয় জলের বেআইনিভাবে ব্যবহারের অভিযোগ উঠল ৷ কলকাতা পৌরনিগমের মাসিক অধিবেশনে এই অভিযোগ করেছেন 103 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নন্দিতা রায় ৷ নির্দিষ্ট অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Kolkata Mayor Firhad Hakim) ৷

সিপিএম কাউন্সিলর নন্দিতা রায়ের অভিযোগ, পরিশ্রুত পানীয় জলের নল থেকেই পাইপ লাগিয়ে বেআইনিভাবে টুলু পাম্পের মাধ্যমে তা টেনে নেওয়া হয় বাড়িতে ৷ সেখানে জলাধারে ওই জল জমানো হচ্ছে । যার জেরে তাঁর ওয়ার্ডে জল সংকট দেখা দিয়েছে । কিছু মানুষের এই কাজে সমস্যায় পড়ছেন আশপাশের বহু মানুষকে জলের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ।

কলকাতা পৌরনিগমের মাসিক অধিবেশনে (KMC Monthly Session) নন্দিতা রায় এই সমস্যার সমাধানের প্রস্তাব দেন ৷ তার পর প্রস্তাবের উপর আলোচনা করতে ওঠেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । তিনি নির্দিষ্ট অভিযোগ জানাতে বলেন । এই সমস্যার পাকাপাকি সমাধানে আইন প্রণয়ন করা যায় কি না, সে বিষয়েও ভাবনাচিন্তা করবেন বলে জানিয়েছেন তিনি ।

তিনি বলেন, ‘‘এমন অভিযোগ বিভিন্ন জায়গা থেকে আসে । বারবার অভিযোগ পেলে ওই জায়গার জলের লাইন কেটে দিই আমরা । বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে । এই সমস্যার পাকাপাকি সমাধানের জন্য আগামিদিনে বিষয়টি আইনের আওতাভুক্ত করা যায় কি না, তা আলোচনা করা হবে ।’’

আরও পড়ুন :Underground cable internet line: শহরে মাটির তলা দিয়ে যাবে কেবল-ইন্টারনেটের লাইন

ABOUT THE AUTHOR

...view details