পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

2016 সালের আপার প্রাইমারির মেধাতালিকায় দুর্নীতির অভিযোগ, শুনানির আজ দ্বিতীয় দিন - 2nd hearing date in high court

2016 সালের আপার প্রাইমারির নিয়োগ প্রক্রিয়ায় রয়েছে দুর্নীতি ৷ এমনই অভিযোগে মামলাকারীরা হাইকোর্টের দ্বারস্থ হন ৷ আজ দ্বিতীয় দিনের শুনানি হয় ৷ মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন কোনও নিয়োগপত্র বিতরণ করতে পারবে না ৷

allegations-of-corruption-in-the-2016-upper-primary-merit-list
হাইকোর্টে শুনানিallegations-of-corruption-in-the-2016-upper-primary-merit-list

By

Published : Sep 4, 2020, 7:33 PM IST

কলকাতা, 4 সেপ্টেম্বর : 2016 সালের পরীক্ষার ভিত্তিতে আপার প্রাইমারিতে যে নিয়োগ প্রক্রিয়া চলেছে তাতে পাহাড়প্রমাণ দুর্নীতি হয়েছে বলে আজ মামলার শুনানিতে সরব হলেন মামলাকারীদের তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও ফিরদৌস শামীম । বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চে আইনজীবীরা একটি CD-ও জমা করেন । যাতে দেখানো হয়েছে, কিভাবে ইন্টারভিউয়াররা পেনে সই করেছেন । আর পেন্সিলে প্রার্থীদের মার্কস বসানো হয়েছে । এর ফলে যাঁরা একাডেমিকে কম নম্বর পেয়েছেন তাদের ইন্টারভিউতে বেশি নম্বর দিয়ে মেধাতালিকায় সুযোগ করে দেওয়া হয়েছে । যাদের একাডেমিকের তুলনায় বেশি নম্বর, তাদের ইন্টারভিউতে কম নম্বর দিয়ে বাতিল করা হয়েছে বলে অভিযোগ ।

আইনজীবীরা বলেন,"রাজীব নন্দী ও রাজা নন্দী নামে নদিয়া জেলার দু'জন প্রার্থীর ক্ষেত্রে দেখা যাচ্ছে রাজীব রাজার থেকে 2 নম্বর বেশি পেলেও তাকে ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকা হয়নি । অথচ রাজা নন্দীর নাম মেরিট লিস্টে রয়েছে । "এই পাহাড়প্রমাণ দুর্নীতির কারণেই পুরো প্রক্রিয়া বাতিল করে ত্রুটিমুক্ত নিয়োগ করুক স্কুল সার্ভিস কমিশন বলে দাবি জানিয়েছেন আইনজীবীরা । আগামী 9 সেপ্টেম্বর রাজ্যের তরফে এডভোকেট জেনারেল কিশোর দত্ত এই সমস্ত অভিযোগের জবাব দেবেন, এমনটাই সূত্রের খবর ।

গত 26 অগাস্ট মামলার শুনানিতে আইনজীবীরা প্রশ্ন তোলেন, 2016 সালের পরীক্ষার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া চলছে অথচ 2019 সালে ফর্ম ফিল আপ করা প্রার্থীর নাম কি করে মেধাতালিকায় ওঠে? বহু প্রার্থীর টেটের ওয়েটেজ বাড়িয়ে দিয়ে মেধা তালিকায় স্থান করে দেওয়া হয়েছে । তনুশ্রী মণ্ডল নামে এক প্রার্থী 2019 সালে ফর্ম ফিল আপ করেছেন । তার নাম কি করে মেধাতালিকায় থাকে? এর বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়া উচিত বলে দাবি করেন মামলাকারীদের তরফে আইনজীবীরা । মামলাকারী ভানু রায়সহ একাধিক চাকরি প্রার্থীর মূল অভিযোগ হল আপার প্রাইমারিতে 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে নিয়োগ প্রক্রিয়া চলেছে, তাতে মেধাতালিকায় বড়োসড়ো কারচুপি করা হয়েছে । বিভিন্ন প্রার্থীর টেটের মার্কস বাড়ান হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details